Ambarish Bhattacharya: মাধবীকে পাশে বসিয় অম্বরীশ গাইলেন, ‘কে প্রথম কাছে এসেছি’, গাইলেন ‘শঙ্খবেলা’-র নায়িকাও

Last Updated:

Ambarish Bhattacharya: ১৯৬৬ সালে মুক্তি পায় উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শঙ্খবেলা’৷ ছবিতে সঙ্গীত রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত৷

ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত, বাঁদিকে শঙ্খবেলা ছবিতে মাধবী, ডানদিকে অম্বরীশের সঙ্গে
ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত, বাঁদিকে শঙ্খবেলা ছবিতে মাধবী, ডানদিকে অম্বরীশের সঙ্গে
কলকাতা: ৫০ পেরিয়ে ৬০-এর পথে ইতিহাস৷ তবু অমলিন সেই দিনগুলি৷ সেই কথাই যেন মনে পড়ে গেল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্যের পোস্ট করা একটি রিল দেখে৷ সেখানে অম্বরীশ গান গাইছেন পাশে মাধবী মুখোপাধ্যায়কে বসিয়ে, বাংলা ছবির স্বর্ণযুগের এই মহানায়িকাও সুরে গলা মেলাচ্ছেন অম্বরীশের সঙ্গে৷ দু’জনের গলায় উঠে আসছে কালজয়ী গান, ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালবেসেছি৷’
১৯৬৬ সালে মুক্তি পায় উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শঙ্খবেলা’৷ ছবিতে সঙ্গীত রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত৷ কালজয়ী এই গানটি গেয়েছিলেন শিল্পী মান্না দে ও লতা মঙ্গেশকর৷
advertisement
advertisement
advertisement
নদীর উপরে পাল তোলা নৌকায় উত্তম কুমারের সঙ্গে এই গানের দৃশ্যে দেখা গিয়েছিল মাধবী মুখোপাধ্যায়কেও৷ সেই দৃশ্য বাংলা সিনেমার ইতিহাসে এক কালজয়ী অধ্যায় হয়ে আছে৷ পাশাপাশি, প্রেমের গান বললে আজও মানুষের মনে এই গান তরঙ্গ তৈরি করে৷
সেই গানই ফিরে এল এই ২০২৩-এর কোনও এক দুপুরে৷ অভিনেতা অম্বরীশ যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা যাচ্ছে এই গান গাইতে৷ সঙ্গে পাশেই বসে আছেন মাধবী মুখোপাধ্যায়৷ তিনিও গানের মাঝে মাঝে গাইছেন দু’একটি লাইন বা কথা৷
advertisement
তার পাশেই বসে আছেন আরও এক কালজয়ী, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়৷ ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে টলিউডের একাধিক অভিনেতাদের৷ রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুও৷ সবাই মিলে গলা মিলিয়ে গান গাইছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ambarish Bhattacharya: মাধবীকে পাশে বসিয় অম্বরীশ গাইলেন, ‘কে প্রথম কাছে এসেছি’, গাইলেন ‘শঙ্খবেলা’-র নায়িকাও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement