Primary TET Result 2022: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

Last Updated:
টেট-এ প্রথম স্থানাধিকারী ইনা সিং৷
টেট-এ প্রথম স্থানাধিকারী ইনা সিং৷
বর্ধমান: লক্ষ্য ছিল টেট-এ সফল হওয়া৷ কিন্তু একেবারে যে গোটা রাজ্যে প্রথম হয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি পূর্ব বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ৷ এ দিন ২০২২ সালের টেট-এর ফল ঘোষণা হওয়ার পর প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না বছর তিরিশের এই তরুণী৷ বাড়িতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় শুরু হতেই অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত হয়ে যান তিনি৷
ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা ইনা কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সি টেট-এও ভাল ফল করেছেন৷ তবে পাখির চোখ ছিল রাজ্যের টেট৷ সেই পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই আপ্লুত তিনি৷ তবে ইনার স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়া৷
advertisement
advertisement
বাবা মায়ের একমাত্র সন্তান ইনা৷ বাবা দেবাশিস সিংহ অসুস্থ৷ সংসারের দিকে তাকিয়েই এর আগে বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন ইনা৷ প্রাইভেট টিশনও পড়িয়েছেন৷ তবে টেট-এর প্রস্তুতির জন্য সেসব ছেড়ে পড়াশোনাতেই মন দিয়েছিলেন৷ তার সুফলও পেলেন হাতেনাতে৷
advertisement
ইনা অবশ্য জানিয়েছেন, তিনি কোনও কোচিং সেন্টারে পরীক্ষার প্রস্তুতি নেননি৷ নিজেই পড়াশোনা করেছেন৷ দিনে দশ থেকে বারো ঘণ্টা পড়তেন ইনা৷
টেট-এর সাফল্যে তিনি খুশি৷ তবে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্নে এখনই ইতি টানতে চাননা তিনি৷ তাই স্কুলের চাকরিতে যোগ দিলেও ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে চান ইনা৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary TET Result 2022: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement