Primary TET Result 2022: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

Last Updated:
টেট-এ প্রথম স্থানাধিকারী ইনা সিং৷
টেট-এ প্রথম স্থানাধিকারী ইনা সিং৷
বর্ধমান: লক্ষ্য ছিল টেট-এ সফল হওয়া৷ কিন্তু একেবারে যে গোটা রাজ্যে প্রথম হয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি পূর্ব বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ৷ এ দিন ২০২২ সালের টেট-এর ফল ঘোষণা হওয়ার পর প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না বছর তিরিশের এই তরুণী৷ বাড়িতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় শুরু হতেই অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত হয়ে যান তিনি৷
ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা ইনা কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সি টেট-এও ভাল ফল করেছেন৷ তবে পাখির চোখ ছিল রাজ্যের টেট৷ সেই পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই আপ্লুত তিনি৷ তবে ইনার স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়া৷
advertisement
advertisement
বাবা মায়ের একমাত্র সন্তান ইনা৷ বাবা দেবাশিস সিংহ অসুস্থ৷ সংসারের দিকে তাকিয়েই এর আগে বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন ইনা৷ প্রাইভেট টিশনও পড়িয়েছেন৷ তবে টেট-এর প্রস্তুতির জন্য সেসব ছেড়ে পড়াশোনাতেই মন দিয়েছিলেন৷ তার সুফলও পেলেন হাতেনাতে৷
advertisement
ইনা অবশ্য জানিয়েছেন, তিনি কোনও কোচিং সেন্টারে পরীক্ষার প্রস্তুতি নেননি৷ নিজেই পড়াশোনা করেছেন৷ দিনে দশ থেকে বারো ঘণ্টা পড়তেন ইনা৷
টেট-এর সাফল্যে তিনি খুশি৷ তবে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্নে এখনই ইতি টানতে চাননা তিনি৷ তাই স্কুলের চাকরিতে যোগ দিলেও ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে চান ইনা৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary TET Result 2022: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement