Primary TET Result: প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা, মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন ১৭৭ জন

Last Updated:

Primary TET Result: ওয়েবসাইটে প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে।

প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা। প্রতীকী ছবি
প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা। প্রতীকী ছবি
কলকাতা: প্রাথমিক টেটের ফলাফল এদিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন। তিনি বলেন, টেটে প্রথম বর্ধমানের ইনা সিংহ। চারজন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন। রেজাল্ট ৩টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে। সেখানে প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে।
www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-এই দুটি ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এই ওয়েবসাইটগুলি খুলে রোল নম্বর এবং প্রয়োজনী। তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। প্রসঙ্গত, বৃহস্পতিবারই সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করেছে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের।
advertisement
কার্যত অতীত থেকে শিক্ষা নিয়েই প্রশ্ন ভুল নিয়ে আর নতুন করে কোনও বিতর্কে জড়াতে চায় না পর্ষদ। তার জন্যই আগেভাগেই পর্ষদের তরফে চারটি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
কোন বুকলেটের কোন প্রশ্নের ভুল রয়েছে এবং কোন বুকলেটের কোন প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হচ্ছে সেটাও বিস্তারিত আকারে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।
advertisement
আধিকারিকদের দাবি প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি না হয়, তার জন্যই আগেভাগেই কোন প্রশ্নের কোন তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে, তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ৩টে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary TET Result: প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা, মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন ১৭৭ জন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement