হোম /খবর /দক্ষিণবঙ্গ /
চাঞ্চল্যকর তথ্য! দুর্নীতি চলছেই, কুন্তলের ফ্ল্যাটে ২০২২ টেট-র OMR শিটের ফোটোকপি

TET Scam: চাঞ্চল্যকর তথ্য! দুর্নীতি চলছেই, ২০২২ টেট-র OMR শিটের ফোটোকপিও মিলল কুন্তলের ফ্ল্যাটে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করেই সামনে এসেছে এই কুন্তল ঘোষের নাম। তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা:  প্রাথমিক টেট-র শিক্ষক নিয়োগ মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য। ২০১৪-১৭ তা-ও ঠিক ছিল, কিন্তু ইডি-সিবিআইয়ের তদন্তের মরসুমেও রাজ্যে দুর্নীতির হদিস! ইডি-র দাবি, হালের ২০২২ -এ হওয়া টেট-এরও ওএমআর শিটের ফটোকপি মিলেছে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে।

ন’দিন হল ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। চলছে জেরা। এরই মাঝে চাঞ্চল্যকর নথির সন্ধান পেল ইডি। সূত্রের দাবি, ২০২২ সালের ১১ ডিসেম্বর হওয়া টেট-র ওএমআর শিট বা উত্তরপত্রের ফোটোকপি মিলেছে কুন্তলের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে। যা রীতিমতো ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও

ইডির দাবি, ২০২২ এর ডিসেম্বরে হওয়া টেট-এর ১৮৯ জন টেট পরীক্ষার্থীর ওএমআর শিটের কার্বন কপির ফোটোকপি এবং অ্যাডমিট কার্ডের ফোটোকপি পাওয়া গিয়েছে কুন্তলের ফ্ল্যাট থেকে।

এখন প্রশ্ন, এগুলো কী ভাবে এল কুন্তলের কাছে? তাহলে কি এত ধরপাকড়ের পরেও সক্রিয় রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্র? আপাতত, ইডি সূত্রের যা খবর, ওই ১৮৯ জন টেট প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা কোনও এজেন্ট বা সুপারিশকারী মারফত এই নথি পৌঁছে দিয়েছে কি না, তা জানতে চাইছে তদন্তকারী সংস্থা। তবে কি এদের ক্ষেত্রেও কোনও আর্থিক লেনদেন হয়েছে? হলেও তা কত টাকার? কারা পেলেন সেই টাকা? সমস্ত কিছুই জানতে আপাতত জেরা করা হচ্ছে কুন্তলকে।

আরও পড়ুন: 'কোথায় যাচ্ছে মিড ডে মিলের এত টাকা?', কেন্দ্রীয় দল নিয়ে যা বললেন লকেট চট্টোপাধ্যায়

ইডি সূত্রের দাবি, সম্প্রতি যুবনেতা তথা বিএড কলেজের মালিক কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করেছে ইডি। যার মধ্যে ২০১৪ ও ২০১৭ সালের চাকরিপ্রার্থীদের অ্যাডমিট ও রেজাল্টের ফোটোকপি উদ্ধার হয়েছিল। এমনকি, তদন্তে উঠে এসেছে একাধিক এজেন্টের কথাও। ভবিষ্যতে সেই এজেন্টদের তলব করে জিজ্ঞাসাবাদও করতে চাইছে ইডি।

সুপারিশকারী হিসেবে নাম জড়িয়েছে তাপস মণ্ডল ঘনিষ্ঠ হুগলির বাসিন্দা ব্যবসায়ী নীলাদ্রি ঘোষের। ইডি সূত্রে দাবি, চাকরিপ্রার্থীদের হয়ে সুপারিশ করেছিলেন নীলাদ্রি ঘোষ। উল্লেখ্য, কুন্তল ঘোষ গ্রেফতারের পরেই এই নীলাদ্রি নামটি প্রকাশ্যে আসে। কুন্তলের পরিবার ও কুন্তল সরাসরি এই নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ করেছেন। তাপস মণ্ডল ঘনিষ্ঠ এই নীলাদ্রি একাধিক বার ফোন করে কুন্তলের কাছে টাকার দাবি করেছেন বলে অভিযোগ। সব মিলিয়ে কুন্তলের গ্রেফতারের ন’দিন পরেও এ রহস্যে মোড়া টেট নিয়োগ দুর্নীতি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করেই সামনে এসেছে এই কুন্তল ঘোষের নাম। তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে।


Published by:Satabdi Adhikary
First published:

Tags: Primary Teacher Recruitment, Primary TET