Purba Bardhaman: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা
- Published by:Debamoy Ghosh
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
গলসি: ভাতারের পর এবার গলসি। কয়েক মাস আগে মাটির তলা দিয়ে তার নিয়ে গিয়ে বিদ্যুৎ চুরি ধরা পড়েছিল ভাতারে। মোটা টাকা জরিমানা করা হয়েছিল সে ক্ষেত্রে। একই কায়দায় বিদ্যুৎ চুরি ধরা পড়ল পূর্ব বর্ধমানের গলসিতে।
বিদ্যুতের পোল থেকে কালো তার মাটির তলা দিয়ে নিয়ে গিয়ে জ্বালানো হচ্ছিল আলো, পাখা। মিটারের সঙ্গে সেই তারের কোনও সংযোগ নেই। সেই তারের মাধ্যমেই বাড়ির প্রতিটি ঘরে আলো জ্বলছে। অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রীও দিনরাত চালানো হচ্ছে। কিন্তু বিল উঠছে না।
advertisement
advertisement
গলসির বোমপুর গ্রামে এই পদ্ধতিতে বিদ্যুৎ চুরির ঘটনায় অবাক বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। গলসির বিদ্যুৎ দফতরের আধিকারিক সুবীর বিশ্বাস বলেন, ইলেক্ট্রিক পোল থেকে নিখুঁতভাবে তার নামানো হয়েছে। তবে এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এই ভাবে তার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকে।
বিদ্যুৎ দফতরকে ওই ব্যক্তি জানিয়েছেন, দেড় হাজার টাকার বিনিময়ে এলাকারই একজন এই কাজ করে দিয়েছে। মেয়ের বিয়ে রয়েছে। সেই কারণে তিনি এই পন্থা নিয়েছেন। বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বলেন, ওই ব্যক্তির আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। জমি রয়েছে। তা ছাড়া মেয়ের বিয়ের জন্য বিদ্যুৎ চুরি করতে হবে, এই কথার কোনও যুক্তি নেই।
advertisement
দফতরের আধিকারিকরা বলছেন, বিদ্যুৎ চুরির প্রবণতা রয়েছে দীর্ঘদিন ধরেই। গ্রামীণ এলাকায় হুকিং করে বিদ্যুৎ চুরির চল দীর্ঘদিনের। ব্যাপক বিদ্যুত চুরি হয় সাবমার্সিবেল পাম্পে। প্রত্যন্ত গ্রামে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে হুকিং করে বিদ্যুৎ চুরি করে আলো জ্বালানো হয়। আগে মিটার বক্সেও নানান কারচুপি করা হতো। এখন ডিজিটাল মিটার হওয়ার পর সেই প্রবণতা কমানো গিয়েছে। আগে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির একটা অংশ এই চুরির পথ নিত। এখন আর্থিক ভাবে স্থিতিশীল অনেক পরিবারগুলিও অভিনব পদ্ধতিতে হুকিং করছে।
advertisement
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক বছরের গলসিতে ১৩০টি বিদ্যুৎ চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে। চুরি রুখতে জেলা জুড়েই লাগাতার অভিযান চলছে। এছাড়া মঙ্গলকোট, আউশগ্রাম, মেমারি, গলসি সহ বিভিন্ন ব্লকে বিদ্যুৎ চুরির জন্য মোটা টাকা জরিমানা করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা