West Midnapore News: ভয়ানক দুর্ঘটনা! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি। বস্তিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত চারটিরও বেশি বাড়ি। আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
পশ্চিম মেদিনীপুর: আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি। বস্তিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত চারটিরও বেশি বাড়ি। আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ি। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রয়োজনীয় নথি থেকে শুরু করে আসবাবপত্র, খাবারদাবারও।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়। স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর ধরে ১৫ টি মতো পরিবার বসবাস করে এই হালদার দিঘি বস্তিতে। সোমবার ভোর-রাতে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। নিমিষেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
advertisement
advertisement
স্থানীয়রা নিজেদের জিনিসপত্র বাঁচিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দেয়া হয় দমকলেও। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।
কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পৌরসভা।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 3:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ভয়ানক দুর্ঘটনা! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি