তিনি অভিনেতা, ভগবান নন! হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে চরম ট্রোলড হলেন অজয় দেবগন
- Published by:Aryama Das
Last Updated:
Ajay Devgn : এক ভাইরাল ভিডিওতে অজয়কে স্কুটার চালাতে দেখা গিয়েছে। সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়।
#মুম্বই: বলিতারকা অজয় দেবগন সম্প্রতি দৃশ্যম ২-এ অভিনয় করেছেন। সঙ্গে ছিলেন টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ, রজত কাপুর, এবং ঈশিতা দত্ত। সিনেমাটি বক্সঅফিসে চরম সাফল্য পেয়েছে।
advertisement
advertisement
অজয় এখন আসন্ন ছবি ভোলা-এর শুটিং-এ ব্যস্ত। এখন এক ভাইরাল ভিডিওতে অভিনেতাকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। হেলমেট পরেননি অভিনেতা তাতে। ভিডিওটি শেয়ার করে অজয় লিখেছেন, “যখন জনতা সঠিক কারণে আপনাকে তাড়া করে তখন ভাল হয়। তাঁদের ভালবাসার জন্য কৃতজ্ঞ। বিশেষ দ্রষ্টব্য- বাইক চালানোর সময় সর্বদা হেলমেট পরুন। তবে মাথায় হেলমেট ছিল না, কারণ এটি শুটিংয়ের একটি অংশ ছিল।"
advertisement
নেটিজেনরা কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, "মনে হচ্ছে স্যার এখন বিমল বিতরণ করতে এসেছে, তাই এত তাড়ায় রয়েছেন" দ্বিতীয়জন বলেছিলেন, "মরার জন্য দৌড়চ্ছেন অভিনেতা"। অন্য একজন বলেন, "অভিনেতা অভিনেতা হয়.. ভগবান না... ওঁর পিছনে দৌড়ে কোনও লাভ নেই।"
Location :
First Published :
December 04, 2022 7:14 PM IST