'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী

Last Updated:

shatarup ghosh : একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা... বিয়ে করছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ।

#কলকাতা: সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। লাল পাঞ্জাবি এর আগে সভায় বক্তৃতা দিতে বা মিছিলে লাল পতাকা হাতে হাঁটতে আগেও দেখেছেন সকলে, তবে এইবার একেবারেই অন্য অবতারে তিনি। লাল পাঞ্জাবিতে বরের বেশে শতরূপকে দেখে নেটমাধ্যমে উঠেছে ঝড়। আর সেই সুখবরের ছবিটি কে শেয়ার করেছেন? বর-কনের বান্ধবী ঊষসী চক্রবর্তী।
advertisement
advertisement
ঊষসী, অভিনেত্রীকে সবচেয়ে ভাল করে চেনেন 'জুন আন্টি' নামে। হ্যাঁ স্টার জলসার 'শ্রীময়ী' মেগা সিরিয়ালের খলনায়িকা ছিলেন তিনি, সেই নামেই বাংলার ঘরে ঘরে পরিচিত তিনি। তবে তাঁর একটা অন্য পরিচয় রয়েছে বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর একমাত্র মেয়ে তিনি, শতরূপ আর তিনি ভীষণ কাছের বন্ধুও বটে। রবিবার ছাঁদনাতলায় বসছেন শতরূপ, তারই এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে কমেন্টের ঝড় দেখা গিয়েছে।
advertisement
পাত্রী পহেলি সাহা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির যোগসূত্র কিন্তু রাজনীতির ময়দানেই। একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা... নতুন জীবনের শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যম জুড়ে। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে।
advertisement
শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে। মাঝে অবশ্য নিজের পিএইচডির পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী। আপাতত বিরতিতে। আবার নতুন কোন রূপে দেখা যাবে ঊষসীকে? আপাতত সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement