যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট

Last Updated:

Akshay Kumar : এটি আমার তৈরি সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি : অক্ষয় কুমার

#মুম্বই: যৌন শিক্ষা নিয়ে কাজ করবেন অক্ষয় কুমার। তাঁর পরবর্তী সিনেমার বিষয় এটিই। অভিনেতা খবরটি শেয়ার করেছেন যে তিনি যৌন শিক্ষা নিয়ে একটি সিনেমা তৈরি করছেন এবং বর্তমানে এতেই কাজ করছেন। অক্ষয় শনিবার জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি কথোপকথনে জানিয়েছেন সেই কথা। তিনি ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলি খান, কারিনা কাপুর খান ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আগামী সপ্তাহগুলিতে রণবীর কাপুর এবং হৃতিক রোশনও অংশগ্রহণ করবেন কথোপকথনে।
advertisement
advertisement
সেখানে কথা বলতে গিয়েই অক্ষয় জানান, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জায়গায় এই বিষয়ে সচেতনতা নেই। আমাদের স্কুলে আমরা সব ধরনের বিষয় শিখি, তবে যৌন শিক্ষা নয়। একটি বিষয়টা আমি চাই বিশ্বের সব স্কুলে থাকুক। এটি প্রকাশ করতে সময় লাগবে, এটি এপ্রিল বা মে মাসে হলে আসতে চলেছে।"তিনি আরও বলেন, "এটি আমার তৈরি সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি।"
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি আয়ুষ্মান খুরানা-অভিনীত অ্যান অ্যাকশন হিরো-তে একটি ক্যামিওতে দেখা গেছে অক্ষয় কুমারকে। এখন তাঁর টাইমলাইনে রয়েছে সেলফি, ওএমজি 2, ওহ মাই গড 2, তামিল চলচ্চিত্র সোরারাই পোত্রু-এর হিন্দি রিমেক এবং যশবন্ত সিং গিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement