দেনায় ডুবে ছিলেন বাবা! কষ্টের ছেলেবেলার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অমির খান

Last Updated:

৮ বছর ধরে চেষ্টার পরেও মুক্তি পায়নি আমিরের বাবার ছবি। রাতদিন পাওনাদারদের ফোন আসত।

#মুম্বই : আমির খানের বাবা তাহির হুসেন একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তাই অভিনেতা বলেন যে সবাই ধরেই নিয়েছিল যে তাঁরা একটা আরামদায়ক জীবনযাপন করতেন। তব ভুল ভাঙিয়ে আমির খান বলেন যে একেবারেই তেমনটা ছিল না। প্রত্যেকেরই নিজস্ব লড়াই থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, আমির খান বলেন যখন তাঁর বয়স ১০, তখন ঠিক কীভাবে তাঁর পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল। ৮ বছর ধরে চেষ্টার পরেও মুক্তি পায়নি আমিরের বাবার ছবি। রাতদিন পাওনাদারদের ফোন আসত। আমরা ফোনে মানুষের সঙ্গে চেঁচামেচি করতে শুনতাম। তাঁদের বলতেন, "আমি কি করব, আমার সিনেমা আটকে আছে। অভিনেতাদের বলুন আমাকে ডেট দিতে।"
advertisement
advertisement
আমির খান বলেন, “আমাদের বাবাকে দেখে সবচেয়ে বেশি কষ্ট হয়। কারণ, তিনি ছিলেন অতি সাধারণ মানুষ। হয়তো তাঁর এতটা ধারনা ছিল না যে এতটা ঋণ নেওয়া উচিত ছিল না”। তিনি আরও বলেন যে ছবির টিকিট কালোতে বিক্রি হওয়ার কারণে প্রযোজকরাও প্রায়শই তাঁদের বকেয়া পান না।
advertisement
অভিনেতার মনে পড়ে যায়, মহেশ ভাট একেবারেই প্রত্যাশা ছেড়ে দিয়েছিলেন। অবশেষে টাকা পেয়ে অবাক হন তিনিও।
এত অভাব-অনটনেও আমিরের স্কুলের ফি সবসময় দেওয়া হয়েছিল। তিনি অবশ্য বলেন তাঁর মা তাঁদের জন্য অতিরিক্ত লম্বা প্যান্ট কিনতেন যা বহুদিন পর্যন্ত পরা যায়।
advertisement
আমিরকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে, যেটি বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেনায় ডুবে ছিলেন বাবা! কষ্টের ছেলেবেলার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অমির খান
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement