হোম /খবর /বিনোদন /
উঠতে দেওয়া হল না বিমানে, এয়ারপোর্টে অঝোর কান্না ঋতুপর্ণার! ঘটনা জানলে চমকে উঠবেন

Rituparna Sengupta: উঠতে দেওয়া হল না বিমানে, এয়ারপোর্টে অঝোর কান্না ঋতুপর্ণার! ঘটনা শুনলে চমকে উঠবেন...

Rituparna Sengupta

Rituparna Sengupta

আর তা নিয়ে ফেসবুকে চরম ক্ষোভ উগরে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দমদম বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল সকাল আহমেদাবাদ পৌঁছনোর কথা ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। কিন্তু বিমানবন্দরে পৌঁছেও বিমানে ওঠা হল না অভিনেত্রীর (Rituparna Sengupta)। আর তা নিয়ে ফেসবুকে চরম ক্ষোভ উগরে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ভোরের বিমানের বোর্ডিং সময় ছিল ৪.৫৫ মিনিট। ঋতুপর্ণা এদিন সকালে বিমানবন্দরে পৌঁছান ৫.১২ মিনিটে। এর জেরেই এদিন নায়িকাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে দাবি নায়িকার। আহমেদাবাদে শ্যুটিং করতে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার।

ঋতুপর্ণা জানিয়েছেন, '৫০ পা দূরেই দাঁড়িয়ে বিমান। বিমানে ওঠার সিঁড়িও খোলা হয়নি তখনও। বোর্ডিং পাস, সিট নম্বর সবই রয়েছে। ৪০ মিনিট ধরে বিমানবন্দরের কর্মীদের অনুরোধ করেও লাভ হয়নি।' অভিনেত্রীর সঙ্গে বচসা শুরু হয়ে যায় সংশ্লিষ্ট ওই বিমান সংস্থার কর্মীদের। বিমানে উঠতে না পেরে কেঁদেও ফেলেন ঋতুপর্ণা। এই ঘটনার শিকার হওয়ার পর মঙ্গলবার ফেসবুকে গোটা ঘটনা জানিয়ে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।

আরও পড়ুন: মালদহে অবহেলায় পড়ে ৪০০ বছর পুরনো মূর্তি, সংরক্ষণের দাবি পুরাতত্ত্ববিদদের

আরও পড়ুন: দেব-শুভশ্রীর চুমুর ছবি ভাইরাল, ভালো খবর দিলেন 'ধূমকেতু' প্রযোজক!

তিনি লিখেছেন, 'কিছু দিন আগেই আমায় সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। নয় নয় করে বেশ কয়েক বার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি। কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হইনি'। নায়িকার দাবি, আহমেদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে ফোনে কোনও ফোন আসেনি।

বিমানসংস্থার অভিযোগ, অভিনেত্রী দেরিতে পৌঁছেছেন। নির্দিষ্ট সময়ে তাঁর নাম ঘোষণা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ফোনে নাকি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এর প্রেক্ষিতে ঋতুপর্ণা সেনগুপ্তর মন্তব্য, তাঁর কাছে সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে কোনও ফোন আসেনি। তবে গোটা ঘটনায় নায়িকা যে বেজায় বিরক্ত, তা তাঁর পোস্টে চোখ রাখলেই বোঝা যাবে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Dumdum Airport, Rituparna Sengupta