Arpita Chatterjee | Gauhar Jaan: গওহর জানের গল্প মঞ্চে ফুটিয়ে তুলবেন অর্পিতা

Last Updated:

অভিনয়, গান ও নাচের মধ্যে দিয়ে অর্পিতা হয়ে উঠবেন গওহর (Gauhar Jaan)। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর, জি ডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ করা হবে 'মাই নেম ইজ জান'।

কলকাতা: একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। গওহর জানের (Gauhar Jaan) জীবন মঞ্চে তুলে ধরবেন নায়িকা। অভিনয়, গান ও নাচের মধ্যে দিয়ে অর্পিতা হয়ে উঠবেন গওহর। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর, জি ডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ করা হবে 'মাই নেম ইজ জান' (My Name is Jaan)। বহুমূখী প্রতিভার অধিকারিনী গওহর জানের জীবন নিয়ে কাজ করতে উৎসাহী পরিচালক অবন্তী চক্রবর্তী।
গওহর জানের চরিত্রের জন্য অর্পিতার থেকে ভালো কেউ হতেই পারে না। গওহর-এর লুকে তাঁকে অসম্ভব ভাল মানিয়েছে। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত অর্পিতা। বাণিজ্যিক, অন্য ধারার ছবিতে সমান ভাবে সাবলিল তিনি। নিজেকে ভাঙতে-গড়তে ভালোবাসেন অর্পিতা। 'মাই নেম ইজ জান' তাঁর নতুন এক্সপেরিমেন্ট। অর্পিতার কথায়, ‘‘গওহর জানকে মঞ্চে তুলে ধরা মানে ব্যক্তি গওহরকে দর্শকের সামনে নিয়ে আসা। আমি একক পারফর্মার হিসেবে চেষ্টা করবো, কণ্ঠস্বর, নাচ ও কথার মাধ্যমে নিজের পারফরম্যান্স-এ, গওহর জানের ঝলক নিয়ে আসার। তাঁর জীবনযাত্রা, তাঁর গল্প, যাতে ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাই করব। অবশ্যই অ্যানিমেশন ও নানা প্রযুক্তির সাহায্যে জিনিসটা আরও ফুটে উঠবে।’’
advertisement
advertisement
অর্পিতা চট্টোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়
গওহর জান প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী, যাঁর গান গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড করা হয়। অসম্ভব ভাল নাচতেন তিনি। গওহর-এর সৌন্দর্য ছিল কোমল। তাঁর লাস্যে মজেননি এমন পুরুষ পাওয়া দুষ্কর। গওহর ছিলেন সমান গুণী। গুজরাতি, হিন্দি, বাংলা, মারাঠি, আরবী ছাড়াও বেশ কিছু ভাষায় দক্ষ ছিলেন তিনি। ১০টি ভিন্ন ভাষায় ৬০০-রও বেশি গান রেকর্ড করেছেন গওহর জান।
advertisement
এই পারফরম্যান্সটি মিউজিক্যাল বলা যেতে পারে। গওহর জানের জীবন দেখানো হবে পাশাপাশি থাকবে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, অবশ্যই অর্পিতার দারুণ উপস্থিতি। সব মিলিয়ে দর্শক দারুণ একটি উপহার পেতে চলেছেন তা বলা বাহুল্য। এরকম একটি ভিন্ন স্বাদের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে অর্পিতাও ভীষণ খুশি।
advertisement
অরুণিমা দে
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arpita Chatterjee | Gauhar Jaan: গওহর জানের গল্প মঞ্চে ফুটিয়ে তুলবেন অর্পিতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement