Indigo | Avani Lekhara and Sumit Antil: অবনী, সুমিতদের দারুণ উপহার ইন্ডিগোর! সোনাজয়ী দুই অ্যাথলিটকে এক বছরের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ

Last Updated:

IndiGo announces unlimited free tickets for Avani Lekhara & Sumit Antil: দুই সোনাজয়ী অ্যাথলিটকে আগামী একবছরের জন্য বিনামূল্যে তাদের বিমানে ভ্রমণের সুবিধা করে দিল ভারতের বিমানসংস্থা ইন্ডিগো ৷

টোকিও: প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) এবার দু-দুটি সোনা এসেছে ভারতের ঝুলিতে। সোমবার শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অবনী লেখারা (Avani Lekhara)। এরপর জ্যাভলিন ছুঁড়ে দেশকে দ্বিতীয় সোনা এনে দেন সুমিত আন্তিল (Sumit Antil)। এফ সিক্সটিফোর ফাইনালে ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ডও করেন সুমিত।সুমিতের বর্শায় নিজের তৈরি রেকর্ডই তিনবার ভেঙেছে। যা নিঃসন্দেহে অভাবনীয়।
এই অসামান্য কীর্তির উপহার হিসেবে এবার দুই অ্যাথলিটকে আগামী একবছরের জন্য বিনামূল্যে তাদের বিমানে ভ্রমণের সুবিধা করে দিল ভারতের বিমানসংস্থা ইন্ডিগো (IndiGo) ৷ প্যারালিম্পিক্সে সোনা জয়ী দুই ভারতীয় অ্যাথলিটের জন্য এই উপহার ভারতীয় বিমানসংস্থার ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ক্ষেত্রেই ইন্ডিগোর  যে কোনও বিমানে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে আগামী এক বছরের জন্য বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই দুই অ্যাথলিট ৷
advertisement
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত জানান, ‘‘ অবনী এবং সুমিত, আমরা ইন্ডিগোর পক্ষ থেকে প্রত্যেকেই আপনাদের সাফল্যে গর্বিত ৷ আমরা জানি এটা সহজ কাজ ছিল না ৷ আপনারা দেশের গর্ব ৷ আমরা তাই আপনাদের উপহার হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে বিমানে ভ্রমণের টিকিট দিচ্ছি ৷ ’’
এর আগে এ বছর অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে এই উপহার দিয়েছিল ইন্ডিগো ৷ নীরজের কীর্তিতে উপহার হিসেবে তাঁকে আগামী একবছরের জন্য বিনামূল্যে আনলিমিটেড বিমানে ভ্রমণের সুযোগ করে দিয়েছিল ইন্ডিগো ৷ অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া আগামী ৭ অগাস্ট ২০২২ পর্যন্ত যে কোনও ডেস্টিনেশনে যতবার খুশি ইন্ডিগোর বিমানে চড়ার সুবিধা নিতে পারবেন ৷
advertisement
ইন্ডিগোর ডিরেক্টর এবং সিইও রণজয় দত্ত জানিয়েছিলেন, নীরজের কীর্তিতে আমরা সবাই দারুণ খুশি ৷ আপনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ আমি জানি ইন্ডিগোর কর্মীরা আপনাকে বিমানে স্বাগত জানাতে মুখিয়ে থাকবেন ৷ আপনাকে আমাদের তরফে আগামী এক বছরের জন্য বিনামূল্যে বিমানভ্রমণের অফার দেওয়া হল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indigo | Avani Lekhara and Sumit Antil: অবনী, সুমিতদের দারুণ উপহার ইন্ডিগোর! সোনাজয়ী দুই অ্যাথলিটকে এক বছরের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement