Indigo | Avani Lekhara and Sumit Antil: অবনী, সুমিতদের দারুণ উপহার ইন্ডিগোর! সোনাজয়ী দুই অ্যাথলিটকে এক বছরের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ

Last Updated:

IndiGo announces unlimited free tickets for Avani Lekhara & Sumit Antil: দুই সোনাজয়ী অ্যাথলিটকে আগামী একবছরের জন্য বিনামূল্যে তাদের বিমানে ভ্রমণের সুবিধা করে দিল ভারতের বিমানসংস্থা ইন্ডিগো ৷

টোকিও: প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) এবার দু-দুটি সোনা এসেছে ভারতের ঝুলিতে। সোমবার শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অবনী লেখারা (Avani Lekhara)। এরপর জ্যাভলিন ছুঁড়ে দেশকে দ্বিতীয় সোনা এনে দেন সুমিত আন্তিল (Sumit Antil)। এফ সিক্সটিফোর ফাইনালে ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ডও করেন সুমিত।সুমিতের বর্শায় নিজের তৈরি রেকর্ডই তিনবার ভেঙেছে। যা নিঃসন্দেহে অভাবনীয়।
এই অসামান্য কীর্তির উপহার হিসেবে এবার দুই অ্যাথলিটকে আগামী একবছরের জন্য বিনামূল্যে তাদের বিমানে ভ্রমণের সুবিধা করে দিল ভারতের বিমানসংস্থা ইন্ডিগো (IndiGo) ৷ প্যারালিম্পিক্সে সোনা জয়ী দুই ভারতীয় অ্যাথলিটের জন্য এই উপহার ভারতীয় বিমানসংস্থার ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ক্ষেত্রেই ইন্ডিগোর  যে কোনও বিমানে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে আগামী এক বছরের জন্য বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই দুই অ্যাথলিট ৷
advertisement
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত জানান, ‘‘ অবনী এবং সুমিত, আমরা ইন্ডিগোর পক্ষ থেকে প্রত্যেকেই আপনাদের সাফল্যে গর্বিত ৷ আমরা জানি এটা সহজ কাজ ছিল না ৷ আপনারা দেশের গর্ব ৷ আমরা তাই আপনাদের উপহার হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে বিমানে ভ্রমণের টিকিট দিচ্ছি ৷ ’’
এর আগে এ বছর অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে এই উপহার দিয়েছিল ইন্ডিগো ৷ নীরজের কীর্তিতে উপহার হিসেবে তাঁকে আগামী একবছরের জন্য বিনামূল্যে আনলিমিটেড বিমানে ভ্রমণের সুযোগ করে দিয়েছিল ইন্ডিগো ৷ অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া আগামী ৭ অগাস্ট ২০২২ পর্যন্ত যে কোনও ডেস্টিনেশনে যতবার খুশি ইন্ডিগোর বিমানে চড়ার সুবিধা নিতে পারবেন ৷
advertisement
ইন্ডিগোর ডিরেক্টর এবং সিইও রণজয় দত্ত জানিয়েছিলেন, নীরজের কীর্তিতে আমরা সবাই দারুণ খুশি ৷ আপনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ আমি জানি ইন্ডিগোর কর্মীরা আপনাকে বিমানে স্বাগত জানাতে মুখিয়ে থাকবেন ৷ আপনাকে আমাদের তরফে আগামী এক বছরের জন্য বিনামূল্যে বিমানভ্রমণের অফার দেওয়া হল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Indigo | Avani Lekhara and Sumit Antil: অবনী, সুমিতদের দারুণ উপহার ইন্ডিগোর! সোনাজয়ী দুই অ্যাথলিটকে এক বছরের জন্য বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement