Jio launches prepaid plans: ফের জিও-র দুর্দান্ত অফার! থাকছে কমপ্লিমেন্টারি Disney+Hotstar সাবস্ক্রিপশন-সহ আরও অনেক কিছু

Last Updated:

মঙ্গলবার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির জিও ৷ Disney+ Hotstar সাবস্ক্রিপশন কমপ্লিমেন্টারি পাবেন এবার গ্রাহকরা ৷

কলকাতা: জিও মানেই দুর্দান্ত সব অফার ৷ কিছুদিন বাদে বাদেই নানা অফারের সম্ভার নিয়ে আসে রিলায়েন্স জিও (Reliance Jio) ৷ মঙ্গলবার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির জিও ৷ এতে Disney+Hotstar সাবস্ক্রিপশন কমপ্লিমেন্টারি পাবেন এবার গ্রাহকরা ৷ এই নতুন প্ল্যান আনাই হয়েছে, Disney+Hotstar সাবস্ক্রিপশন পাওয়ার জন্য ৷ জিও-র নতুন প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ডেটা, এসএমএস, জিও অ্যাপ এবং অন্যান্য বেনিফিট তো পাওয়া যাবেই ৷ সেইসঙ্গে ভিআইপি সাবস্ক্রিপশন লাইভ স্পোর্টস, হটস্টার স্পেশাল, ব্লকব্লাস্টার সিনেমা এবং টিভি শো, তিনটি ভাষায় ডাবিং করা  পাওয়া যাবে ৷
advertisement
নতুন জিও প্রিপেড প্ল্যানগুলি (Jio Prepaid Plans) হল-
১. এক মাসের জন্য ৪৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে ৷ ফ্রি ভয়েস এবং এসএমএস পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি থাকবে ২৮ দিনের জন্য ৷
advertisement
২. ২ মাসের জন্য ৬৬৬ টাকার প্ল্যান ৷ যাতে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ফ্রি ভয়েস এবং এসএমএস থাকবে এবং ৫৬ দিনের ভ্যালিডিটি থাকবে ৷
৩. ৩ মাসের জন্য ৮৮৮ টাকার প্ল্যান ৷ যাতে প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, ফ্রি ভয়েস এবং এসএমএস ৷ এছাড়া ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের জন্য ৷
advertisement
৪. ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান ৷ ডেটা পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ৷ সঙ্গে ফ্রি ভয়েস কল এবং এসএমএস ৷ ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিনের জন্য ৷
এ ছাড়া ডেটা অ্যাড অনের (Data Add-On) জন্য থাকছে ৫৪৯ টাকার প্ল্যান ৷ প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio launches prepaid plans: ফের জিও-র দুর্দান্ত অফার! থাকছে কমপ্লিমেন্টারি Disney+Hotstar সাবস্ক্রিপশন-সহ আরও অনেক কিছু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement