নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট হোক, কিংবা সেভিংস ৷ সুদের হার দিন দিন এতই কমছে, যে ফিক্সড ডিপোজিট (Fixed Deposits) করার ক্ষেত্রে আগ্রহই হারাচ্ছেন গ্রাহকরা ৷ তার উপর ফিক্সড ডিপোজিট আবার ‘ট্যাক্সেবল’, অর্থাৎ ট্যাক্সের আওতার মধ্যে পড়ে ৷ বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি (Small Finance Bank) মাঝেমধ্যেই এফডি-র ক্ষেত্রে ভালো ইন্টারেস্ট রেট (Interest Rate) দিয়ে থাকে ৷ কিন্তু দেশের বড় ব্যাঙ্কগুলি বর্তমানে ফিক্সড ডিপোজিটের উপর যা সুদের হার দিচ্ছে, তাতে অধিকাংশ মানুষের চোখেই আর এই ছোট ব্যাঙ্কগুলির সুদের হার নজরে পড়ে না ৷ এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের উপর গ্রাহকদের ৩-৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে বলে জানা গিয়েছে ৷ আসুন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কত ৷
আরও পড়ুন- রেলে এবার নয়া এসি ৩-টায়ার ইকোনমি কোচ, ভাড়া শুরু ৪৪০ টাকা থেকে!
১. নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-১৪ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৫-২৯ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩০-৪৫ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪৬-৯০ দিনের FD: ৩.৫০ শতাংশ (সাধারণ) এবং ৪.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের FD: ৪.০০ শতাংশ (সাধারণ) এবং ৪.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৫ দিনের FD: ৫.০০ শতাংশ (সাধারণ) এবং ৫.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩৬৬-৭২৯ দিনের FD: ৬.৭৫ শতাংশ (সাধারণ) এবং ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭৩০ থেকে ১০৯৫ দিনের মধ্যে FD: ৬.৭৫ শতাংশ (সাধারণ) এবং ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭৭৭ দিনের FD: ৭.০০ শতাংশ (সাধারণ) এবং ৭.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১,০৯৬-১৮২৫ দিনের মধ্যে FD: ৬.৫০ শতাংশ (সাধারণ) এবং ৭.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮২৬-৩৬৫০ দিনের মধ্যে FD: ৬.২৫ শতাংশ (সাধারণ) এবং ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
২. জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-১৪ দিনের FD: ২.৫০ শতাংশ (সাধারণ), ৩.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৫-৬০ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ), ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৬১-৯০ দিনের FD: ৩.৭৫ শতাংশ (সাধারণ), ৪.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের FD: ৪.৫০ শতাংশ (সাধারণ), ৫.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৪ দিনের FD: ৫.৫০ শতাংশ (সাধারণ), ৬.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১ বছর: ৬.২৫ শতাংশ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১ থেকে ২ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
২ থেকে ৩ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩ থেকে ৫ বছর: ৬.৭৫ শতাংশ (সাধারণ), ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৫ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩. উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-৪৫ দিনের: ৩.০০ (সাধারণ), ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪৬-৯০ দিনের: ৩.২৫ (সাধারণ), ৩.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের: ৪.০০ (সাধারণ), ৪.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৪ দিনের: ৫.৭৫ (সাধারণ), ৬.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩৬৫-৬৯৯ দিনের: ৬.২৫ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭০০ দিনের: ৬.৭৫ (সাধারণ), ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭০১ থেকে ৩,৬৫২ দিনের: ৬.০০ (সাধারণ), ৬.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪. সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-১৪ দিনের: ৩.২৫ শতাংশ (সাধারণ), ৩.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১ থেকে দেড় বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fixed Deposits