Bank FDs: ফিক্সড ডিপোজিটে SBI থেকে সুদের হার বেশি দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক, জেনে নিন

Last Updated:

4 Banks Offering Higher Interest than SBI on Fixed Deposits: আসুন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কত ৷

নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট হোক, কিংবা সেভিংস ৷ সুদের হার দিন দিন এতই কমছে, যে ফিক্সড ডিপোজিট (Fixed Deposits) করার ক্ষেত্রে আগ্রহই হারাচ্ছেন গ্রাহকরা ৷ তার উপর ফিক্সড ডিপোজিট আবার ‘ট্যাক্সেবল’, অর্থাৎ ট্যাক্সের আওতার মধ্যে পড়ে ৷ বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি (Small Finance Bank) মাঝেমধ্যেই এফডি-র ক্ষেত্রে ভালো ইন্টারেস্ট রেট (Interest Rate) দিয়ে থাকে ৷ কিন্তু দেশের বড় ব্যাঙ্কগুলি বর্তমানে ফিক্সড ডিপোজিটের উপর যা সুদের হার দিচ্ছে, তাতে অধিকাংশ মানুষের চোখেই আর এই ছোট ব্যাঙ্কগুলির সুদের হার নজরে পড়ে না ৷ এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের উপর গ্রাহকদের ৩-৭ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে বলে জানা গিয়েছে ৷ আসুন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কত ৷
১. নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
advertisement
৭-১৪ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৫-২৯ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
৩০-৪৫ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ) এবং ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪৬-৯০ দিনের FD: ৩.৫০ শতাংশ (সাধারণ) এবং ৪.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের FD: ৪.০০ শতাংশ (সাধারণ) এবং ৪.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৫ দিনের FD: ৫.০০ শতাংশ (সাধারণ) এবং ৫.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
৩৬৬-৭২৯ দিনের FD: ৬.৭৫ শতাংশ (সাধারণ) এবং ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭৩০ থেকে ১০৯৫ দিনের মধ্যে FD: ৬.৭৫ শতাংশ (সাধারণ) এবং ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭৭৭ দিনের FD: ৭.০০ শতাংশ (সাধারণ) এবং ৭.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১,০৯৬-১৮২৫ দিনের মধ্যে FD: ৬.৫০ শতাংশ (সাধারণ) এবং ৭.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
১৮২৬-৩৬৫০ দিনের মধ্যে FD: ৬.২৫ শতাংশ (সাধারণ) এবং ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
২. জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-১৪ দিনের FD: ২.৫০ শতাংশ (সাধারণ), ৩.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
১৫-৬০ দিনের FD: ৩.০০ শতাংশ (সাধারণ), ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৬১-৯০ দিনের FD: ৩.৭৫ শতাংশ (সাধারণ), ৪.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের FD: ৪.৫০ শতাংশ (সাধারণ), ৫.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৪ দিনের FD: ৫.৫০ শতাংশ (সাধারণ), ৬.০০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১ বছর: ৬.২৫ শতাংশ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
১ থেকে ২ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
২ থেকে ৩ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩ থেকে ৫ বছর: ৬.৭৫ শতাংশ (সাধারণ), ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৫ বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৭ শতাংশ (সিনিয়র সিটিজেন)
advertisement
৩. উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-৪৫ দিনের: ৩.০০ (সাধারণ), ৩.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪৬-৯০ দিনের: ৩.২৫ (সাধারণ), ৩.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৯১-১৮০ দিনের: ৪.০০ (সাধারণ), ৪.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১৮১-৩৬৪ দিনের: ৫.৭৫ (সাধারণ), ৬.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৩৬৫-৬৯৯ দিনের: ৬.২৫ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭০০ দিনের: ৬.৭৫ (সাধারণ), ৭.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৭০১ থেকে ৩,৬৫২ দিনের: ৬.০০ (সাধারণ), ৬.৫০ শতাংশ (সিনিয়র সিটিজেন)
৪. সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭-১৪ দিনের: ৩.২৫ শতাংশ (সাধারণ), ৩.২৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
১ থেকে দেড় বছর: ৬.৫০ শতাংশ (সাধারণ), ৬.৭৫ শতাংশ (সিনিয়র সিটিজেন)
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FDs: ফিক্সড ডিপোজিটে SBI থেকে সুদের হার বেশি দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক, জেনে নিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement