West Medinipur News: জীববৈচিত্র্যের মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল! মেদিনীপুরের জঙ্গলে বিশেষ প্রজাতির উদ্ভিদের খোঁজ, বাংলার নামে নামকরণ

Last Updated:

West Medinipur News: মেদিনীপুরের ভাদুতলার জঙ্গলে মিলল নতুন উদ্ভিদ প্রজাতির খোঁজ। বিশেষ এই উদ্ভিদ প্রজাতির খোঁজ দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। বাংলার নামে এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে ফসোমব্রোনিয়া বেঙ্গালেনসিস।

মেদিনীপুরের ভাদুতলার জঙ্গলে মিলল নতুন উদ্ভিদ প্রজাতির খোঁজ
মেদিনীপুরের ভাদুতলার জঙ্গলে মিলল নতুন উদ্ভিদ প্রজাতির খোঁজ
মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার জঙ্গলমহলের জঙ্গলে নতুন উদ্ভিদ প্রজাতির খোঁজ। বিশেষ এই উদ্ভিদ প্রজাতির খোঁজ দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। এর আগে পুরুলিয়ার জঙ্গলে বিশেষ প্রজাতির খোঁজ দিয়েছিলেন তারা, এবার গবেষনায় আরও সফলতা। মেদিনীপুর শহর থেকে অনতি দূরে ভাদুতলার জঙ্গলে এই নতুন উদ্ভিদ প্রজাতির খোঁজ মিলেছে। জীববৈচিত্র্য গবেষণায় ঐতিহাসিক সাফল্য অর্জন করলেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। যা শুধু গবেষণার উন্মোচন ঘটিয়েছে তা নয়, সামনে এনেছে মেদিনীপুরের নাম।
অস্ট্রেলিয়ার প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডি. ক্রিস্টিন কার্গিল-এর সঙ্গে যৌথ গবেষণায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা (Botany) বিভাগের অধ্যাপক ও গবেষকরা আবিষ্কার করলেন এক নতুন উদ্ভিদ প্রজাতি। নতুন এই উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার জঙ্গল থেকে।
আরও পড়ুনঃ আড্ডা থেকে খাওয়া-দাওয়া! পসরা সাজিয়ে হরেক দোকান, মেদিনীপুরে সুপারহিট ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল
সম্প্রতি এই গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘Phytotaxa’-তে প্রকাশিত হয়েছে। Bryophyte-এর Leafy Liverworts-এর অন্তর্গত নতুন এই উদ্ভিদ প্রজাতিটির নাম রাখা হয়েছে ফসোমব্রোনিয়া বেঙ্গালেনসিস (Fossombronia bengalensis)। মেদিনীপুরের জঙ্গলে প্রাপ্ত এই উদ্ভিদ প্রজাতি। বাংলার মাটিতে মেলায় এই উদ্ভিদের নামকরণের সঙ্গে জুড়েছে বাংলার নাম।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাইককে বাঁচাতে গিয়ে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে বাস! উত্তরবঙ্গের শীতে ‘ভিলেন’ কুয়াশা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষকদের দলে প্রফেসর অমলকুমার মণ্ডল ছাড়াও আছেন গবেষক রসিদুল ইসলাম। অধ্যাপক অমলকুমার মণ্ডল জানিয়েছেন, ‘পশ্চিম মেদিনীপুরের স্যাঁতসেঁতে ও ছায়াঘেরা শাল বনাঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষেত্রসমীক্ষার সময়ে এই উদ্ভিদটি নজরে আসে। আকারে ক্ষুদ্র হলেও লিভারওয়ার্ট প্রজাতির এই উদ্ভিদগুলি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর প্রাচীনতম স্থলজ উদ্ভিদের অন্যতম। প্রায় দু’বছরের প্রচেষ্টায় এই গবেষণা স্বীকৃতি লাভ করেছে। আমাদের এই গবেষণায় সবরকমভাবে সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল হার্বেরিয়ামের প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর কার্গিল এবং বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানী ড. দেবেন্দ্র সিং।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গবেষকরা জানিয়েছেন, এই প্রজাতির উদ্ভিদে অত্যন্ত ঢেউ খেলানো ও অনিয়মিত পাতার গঠন। পুরুষ ও স্ত্রী গাছ আলাদা। অর্থাৎ, এটি Dioecious plant। শুধু তাই নয়, গাঢ় বেগুনি বা লাল রঙের রাইজ়য়েড যুক্ত। ক্ষুদ্র আকারের স্পোর, যেগুলিতে জটিল নকশা রয়েছে।
advertisement
অধ্যাপক অমলকুমার মণ্ডল আরও জানান, এই আবিষ্কার একদিকে যেমন ভারতের লিভারওয়ার্টস বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করল, ঠিক তেমনই পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য মানচিত্রে আরও উজ্জ্বল করেছে। স্বাভাবিকভাবে বিশেষ এই আবিষ্কার নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জীববৈচিত্র্যের মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল! মেদিনীপুরের জঙ্গলে বিশেষ প্রজাতির উদ্ভিদের খোঁজ, বাংলার নামে নামকরণ
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement