Bigg Boss OTT: বিগবস ছেড়ে প্রতিযোগীরা যাবেন জঙ্গলে, সেখানে অপেক্ষায় রয়েছেন সলমন খান

Last Updated:

Salman Khan: এখনও পর্যন্ত পাওয়া প্রোমো অনুযায়ী বেশ বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে Bigg Boss-এর প্রতিযোগীদের জন্য।

#মুম্বই: Bigg Boss ফ্যানদের জন্য আবারও সুখবর! Bigg Boss-এর ডিজিটাল ভার্সন Bigg Boss OTT-র শো চলাকালীনই নির্মাতারা নিয়ে এসেছেন শোয়ের দ্বিতীয় প্রোমো। হোস্ট করণ জোহর (Karan Johar) পরিচালিত Bigg Boss OTT-র মঞ্চে যাঁরা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, দর্শকরা এবার তাঁদের দেখতে পাবেন Bigg Boss ১৫-তে। তবে পুরনো প্রতিযোগীদের পাশাপাশি চমক দিতে হাজির থাকবেন আরও অনেক নতুন প্রতিযোগীরা। অন্যান্য বারের মতোই বলিউডের সুপারস্টার সলমন খানকে (Salman Khan) দেখা যাবে হোস্টের দায়িত্বে। তবে এখনও পর্যন্ত পাওয়া প্রোমো অনুযায়ী বেশ বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে Bigg Boss-এর প্রতিযোগীদের জন্য।
Bigg Boss ১৫ প্রকাশিত দ্বিতীয় প্রোমো ইতিমধ্যেই জানান দিয়েছে যে, এবারে Bigg Boss-এর সেটে সলমনের সঙ্গে থাকছেন বলিউডের এভারগ্রিন ডিভা রেখা (Rekha)। জঙ্গলে শ্যুট করা ওই ভিডিওতে সলমনকে দেখা যাচ্ছে ফরেস্ট অফিসারের ভূমিকায়। দর্শকদের কৌতূহল আরও একধাপ বাড়িয়ে সলমনের মন্তব্য, এটাই এবারে Bigg Boss-এর সেট। ওই একই ভিডিওতে রেখার ভয়েসশোনা যাচ্ছে, তিনি বলছেন যে প্রতিযোগীদের Bigg Boss হাউজে প্রবেশ করতে হলে জঙ্গল পেরিয়ে ঢুকতে হবে।
advertisement
View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

advertisement
advertisement
এর আগেই গত সপ্তাহে Bigg Boss-এর প্রথম প্রোমো রিলিজ হয়েছে। ওই প্রোমোর শুরুতে রেখা অভিনীত ‘উমরাও জান’ (Umrao Jaan) ছবির ইয়ে কেয়া জাগে হ্যায় দোস্তোঁ গানটি শোনা গিয়েছিল। সেখানেই প্রথম সলমনকে ফরেস্ট অফিসারের অবতারে দেখা যায়।
গতবারের Bigg Boss ফাইনালে জয়ী রুবিনা দিলায়েককে (Rubina Dilaik) ট্রফি দেওয়ার পরেই সলমন ঘোষণা করেছিলেন, এর পরের সিজনে প্রত্যেকেই অডিশন দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া নতুন সিজনে Bigg Boss আরও বেশি চমক নিয়ে হাজির হবেন এমনটাও জানিয়েছিলেন তিনি।
advertisement
Bigg Boss OTT-র প্রিমিয়ার দেখানো শুরু হয়েছে Voot-এ, ৮ অগাস্ট থেকে। এছাড়াও দর্শকরা ইচ্ছে অনুযায়ী সব সময়েই Bigg Boss OTT-র পুনঃসম্প্রচার দেখতে পারবেন। এবারের বেশিরভাগ প্রতিযোগীরাই স্যোশাল মিডিয়া বা টিভির পরিচিত মুখ। শমিতা শেঠি (Shamita Shetty), জিশান খান (Zeeshan Khan), ঋদ্ধিমা পণ্ডিত (Ridhima Pandit), করণ নাথ (Karan Nath), উরফি জাভেদ (Urfi Javed), দিব্যা আগরওয়াল (Divya Agarwal), প্রতীক সহজপাল (Pratik Sehejpal), নিশান্ত ভাট (Nishant Bhatt), মুস্কান জাটানা ( Muskaan Jattana) এবং মিলিন্দ গাবা ( Milind Gaba) প্রমুখরা Bigg Boss OTT-এ অন্যতম প্রতিযোগী। বেশ কয়েকজন ইতিমধ্যেই বিদায়ও নিয়েছেন বিগ বসের ঘর থেকে। দেখা যাক, কারা এবার জঙ্গলে পা রাখতে চলেছেন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: বিগবস ছেড়ে প্রতিযোগীরা যাবেন জঙ্গলে, সেখানে অপেক্ষায় রয়েছেন সলমন খান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement