Divya Pahuja: ভয়ঙ্কর কাণ্ড! টেনেহিঁচড়ে হোটেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে দেহ! ২৭ বছরের মডেলের পরিণতি দেখলে চমকে উঠবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ভয়ঙ্কর কাণ্ড দিল্লির গুরুগ্রাম। বছর ২৭-এর এক মহিলা খুন হলেন। পেশায় তিনি একজন মডেল। নাম দিব্যা পাহুজা। এক হোটেল মালিককের বিরুদ্ধে তাঁর খুনের অভিযোগ উঠে এসেছে।
গুরুগ্রাম: ভয়ঙ্কর কাণ্ড গুরুগ্রামে। বছর ২৭-এর এক মহিলা খুন হলেন। পেশায় তিনি একজন মডেল। নাম দিব্যা পাহুজা। এক হোটেল মালিককের বিরুদ্ধে তাঁর খুনের অভিযোগ উঠে এসেছে। ঘটনার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এই পঞ্জাবি মডেলের দেহ পাচারের জন্য এক সহযোগীকে প্রায় ১০ লক্ষ টাকা দেন অভিযুক্ত। গুরুগ্রামের পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছেন।
মূল ঘটনার আগে হোটেলের ঘরে হোটেল মালিক ও তাঁর সঙ্গে এক পুরুষ ও এক মহিলার দেখা মিলেছিল। ২ জানুয়ারির ঘটনা এটি। আর তারপরই খুন হন ওই মডেল। খুনের পর হোটেল থেকে টেনেহিঁচড়ে বার করা হয় তাঁর দেহ। তারপর তোলা হয় বিএমডব্লিউতে। এই সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পঞ্জাবের বিভিন্ন জায়গায় চালানো হয়েছে তল্লাশি। তারপর তাঁরা অভিযুক্তকে গ্রেফতারও করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে নাকি মৃতার সম্পর্ক ছিল। ২০১৬ সালে মুম্বইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় ওই গ্যাংস্টারের। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পরে মডেলের পরিবার। মডেলের মা পুলিশের কাছে অভিযোগ জানান মেয়ের মৃত প্রেমিকের ভাই-বোন ও অভিযুক্তর নামে।
advertisement
তিনি তখন জানান তাঁর মেয়েকে নাকি খুনের চেষ্টা করা হচ্ছে। সেই সময় থেকেই পঞ্জাবি ওই মডেলের উপর রাগ অভিযুক্তের। তবে সে ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। ওই গ্যাংস্টারের মৃত্যুতে এই মডেলের বিরুদ্ধেই নাকি মূল অভিযোগ ছিল। তবে গত বছরই আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু নতুন বছরেই তাঁকে খুন হতে হল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 8:13 PM IST