pathaan release: 'স্বপ্ন ছিল পাঠান দেখার...', শাহরুখের ছবির টিকিট না পেয়ে চরম সিদ্ধান্ত যুবকের
- Published by:Sanchari Kar
Last Updated:
pathaan release: নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এক শাহরুখ অনুরাগী। শুধু তাই নয় সেই ব্যক্তি হুমকি দেন, 'পাঠান'-এর টিকিট না পেলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
মুম্বই: আর মাত্র দু'দিনের অপেক্ষা। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'। চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। অনুরাগীদের উত্তেজনার পারদ যে চড়ছে, তা আর নতুন করে বলে দিতে হয় না। ইতিমধ্যেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং।
রবিবার, ২২ জানুয়ারি পাওয়া তথ্য অনুযায়ী, ছবি মুক্তি পাওয়ার আগেই ১৮ কোটি টাকা ঘরে চলে এসেছে। কেবল প্রথম দিন, ২৫ জানুয়ারির হিসেব এটি। ওদিনের জন্য এখনও পর্যন্ত প্রি বুকিংয়ে ৩ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এই রমরমার মাঝেই আগাম টিকিট পাচ্ছেন না দর্শকদের একাংশ। আর তা নিয়েই নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এক শাহরুখ অনুরাগী। শুধু তাই নয় সেই ব্যক্তি হুমকি দেন, 'পাঠান'-এর টিকিট না পেলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
advertisement
#Pathaan plz support me friends plz Pathaan 1 tickets plz help 😭😭 #PathaanMovie #PathaanFirstDayFirstShow pic.twitter.com/1ue59cw2OJ
— Riyan (@Riyan0258) January 19, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বেঁটে বর...!' বিয়ের রেশ না কাটতেই স্বামীকে নিয়ে জঘন্য ট্রোল! কী বললেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
একটি জলাশয়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেই ব্যক্তি নিজেকে শেষ করে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বলছেন, "যদি আমি 'পাঠান' না দেখতে পারি আর শাহরুখের সঙ্গে যদি আমার দেখা না হয়, তা হলে ২৫ তারিখ আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব।'
advertisement
নিজের সিদ্ধান্তের কথা জানিয়েই কাতর কণ্ঠে সকলের কাছে 'পাঠান'-এর টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ জানান সেই যুবক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 9:52 AM IST