Actress Roosha Chatterjee Trolled: ‘বেঁটে বর...!' বিয়ের রেশ না কাটতেই স্বামীকে নিয়ে জঘন্য ট্রোল! কী বললেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Actress Roosha Chatterjee Trolled: এখনও পর্যন্ত বিয়ের ছবি নিয়ের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভাগ করে নেননি রুশা। তবে বিয়ের আসরে উপস্থিত ফটোগ্রাফাররা ছবি শেয়ার করতেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
বিয়ে করলেন টালিগঞ্জের অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবারই নতুন জীবনে পা রেখেছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী। আট মাস আগে বাগদান সারলেও সুখবর গোপন রেখেছিলেন রুশা, চলতি মাসের শুরুতেই সবটা ফাঁস হয়। কিন্তু বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তুমুল ট্র্রোলের মুখে অভিনেত্রী তাঁর বরকে নিয়ে। অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় ছবি সৌজন্য: দ্য ওয়েডিং ক্যানভাস
advertisement
advertisement
advertisement
advertisement
এখনও পর্যন্ত বিয়ের ছবি নিয়ের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভাগ করে নেননি রুশা। তবে বিয়ের আসরে উপস্থিত ফটোগ্রাফাররা ছবি শেয়ার করতেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। রুশা মুখ না খুললেও তাঁর হয়ে ব্য়াট ধরেছেন অনুরাগীরা। 'রূপ নয় গুণই আসল, আর নিজের জীবনসঙ্গীর মধ্য়ে রুশা সেটাই বেছে নিয়েছে', স্পষ্ট দাবি রুশা-ভক্তদের।
advertisement
advertisement
advertisement