Lok Sabha election results 2024: পালাবদল হচ্ছেই, ধরে নিয়ে বুধে ফের বৈঠকে ইন্ডিয়া জোট! রাতেই মমতাকে ফোন খাড়গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷
নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফলে যতই এনডিএ-এর প্রত্যাবর্তনের কথা বলা হোক না কেন, নিজেদের ভাবনা থেকে সরছে না কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ মঙ্গলবার ইভিএম খুললে ফলে বিরোধীদের পক্ষে যাবে, এমন সম্ভাবনার কথা ধরে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা৷
advertisement
গত ১ জুন শেষ দফার ভোটের দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল৷ আগামিকাল বুধবার, ভোটের ফল বেরনোর পরদিনই ফের দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সোমবার রাতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খাড়গে৷ সূত্রের খবর, কংগ্রেস সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
advertisement
প্রসঙ্গত, গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷ ওই বৈঠক শেষেই খাড়গে সহ ইন্ডিয়া জোটের নেতারা প্রত্যয়ের সঙ্গে দাবি করেছিলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷
advertisement
যদিও প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই তৃতীয় মোদি সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ শুধু সরকার গঠনই নয়, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বলেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷
তবে বুথ ফেরত সমীক্ষার দাবিকে মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি সোমবারও দাবি করেছেন, মঙ্গলবার ভোট গণনা শুরু হলে বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে যাবে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 12:27 AM IST