Lok Sabha election results 2024: পালাবদল হচ্ছেই, ধরে নিয়ে বুধে ফের বৈঠকে ইন্ডিয়া জোট! রাতেই মমতাকে ফোন খাড়গে

Last Updated:

গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷

মমতাকে ফোন খাড়গের৷ ফাইল ছবি
মমতাকে ফোন খাড়গের৷ ফাইল ছবি
নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফলে যতই এনডিএ-এর প্রত্যাবর্তনের কথা বলা হোক না কেন, নিজেদের ভাবনা থেকে সরছে না কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ মঙ্গলবার ইভিএম খুললে ফলে বিরোধীদের পক্ষে যাবে, এমন সম্ভাবনার কথা ধরে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা৷
advertisement
গত ১ জুন শেষ দফার ভোটের দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল৷ আগামিকাল বুধবার, ভোটের ফল বেরনোর পরদিনই ফের দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সোমবার রাতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খাড়গে৷ সূত্রের খবর, কংগ্রেস সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
advertisement
প্রসঙ্গত, গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷ ওই বৈঠক শেষেই খাড়গে সহ ইন্ডিয়া জোটের নেতারা প্রত্যয়ের সঙ্গে দাবি করেছিলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷
advertisement
যদিও প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই তৃতীয় মোদি সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ শুধু সরকার গঠনই নয়, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বলেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷
তবে বুথ ফেরত সমীক্ষার দাবিকে মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি সোমবারও দাবি করেছেন, মঙ্গলবার ভোট গণনা শুরু হলে বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে যাবে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results 2024: পালাবদল হচ্ছেই, ধরে নিয়ে বুধে ফের বৈঠকে ইন্ডিয়া জোট! রাতেই মমতাকে ফোন খাড়গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement