Lok Sabha election results 2024: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? আবার শিবির বদল, না অন্য চমক

Last Updated:

এই সম্ভাবনা নিয়ে এখনই বিজেপি অথবা জেডিইউ-এর কেউ মুখ খুলতে চাইছেন না৷ দুই দলের নেতারা একে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন৷

নীতীশ কুমারকে নিয়ে ফের নতুন জল্পনা৷
নীতীশ কুমারকে নিয়ে ফের নতুন জল্পনা৷
নয়াদিল্লি: নীতীশ কুমারের রাজনৈতিক কৌশল কী, কখন তিনি কার হাত ধরেন, তা বোধহয় অতি বড় রাজনৈতিক বিশ্লেষকও এখন আর বাজি ধরে বলতে পারেন না৷ ইন্ডিয়া জোট তৈরি করার উদ্যোগ নিয়েও সবার প্রথমে সেই জোট ভেঙে ফের বিজেপির হাত ধরেছিলেন তিনি৷ নীতীশের এই সিদ্ধান্তের আঁচ যখন কংগ্রেস সহ শরিক দলের নেতারা পেয়েছিলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷
advertisement
লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে এবার নীতীশকে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে৷ ভোটের ফল বেরনোর পরই নীতীশ আবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কি না, তা নিয়েও জল্পনা ছড়াচ্ছে৷ এমন কি, সেই সম্ভাবনা নাকি ক্রমশ জোরালো হচ্ছে৷
advertisement
বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, শিবির বদলে নীতীশ যদি ফের তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেসের হাত ধরেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই৷ কারণ ২০১৩ সালে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার পর থেকে নীতীশ এতবার শিবির বদলেছেন, তাতে এবারেও তিনি এমন কিছু করবেন না, তা নিশ্চিত ভাবে বলতে পারছেন না কেউই৷
advertisement
তবে বিহারের রাজনীতির সঙ্গে যাঁরা ওয়াকিবহল এবং নীতীশকে দীর্ঘদিন দেখছেন, তাঁদের একাংশের মতে মুখ্যমন্ত্রী পদ ছাড়লেও এবার আর শিবির নাও বদলাতে পারেন নীতীশ৷ তার বদলে এনডিএ জোটে থেকে তিনি মুখ্যমন্ত্রী পদে বিজেপির কাউকে বসানোর রাস্তা করে দিতে পারেন৷ কারণ সংখ্যার নিরিখে এখন বিজেপিই বিহারে বৃহত্তম দল৷ অনেক পিছনে রয়েছে জেডিইউ৷
advertisement
একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরীকে বসানোর পক্ষে নীতীশ৷ কারণ সম্রাট চৌধুরী কোয়েরি সম্প্রদায়ের একজন নেতা এবং নীতীশের মতোই একজন ওবিসি নেতা৷ বিজেপি-ই যে এখন বিহারের শাসক জোটে শেষ কথা বলবে, তা লোকসভার আসন বণ্টনেও স্পষ্ট হয়েছে৷ বিজেপি যেখানে রাজ্যের ১৭টি আসনে লড়ছে, সেখানে জেডিইউ লড়ছে ১৬টি আসনে৷
advertisement
তবে এই সম্ভাবনা নিয়ে এখনই বিজেপি অথবা জেডিইউ-এর কেউ মুখ খুলতে চাইছেন না৷ দুই দলের নেতারা একে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন৷ কিন্তু ভোটের ফল প্রকাশের ঠিক আগে নীতীশ গত রবিবার দিল্লি যাওয়ায় ফের নতুন করে এই নিয়ে চর্চা শুরু হয়েছে৷
সোমবার সকালে নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর৷ অনেকেই নীতীশ-মোদি বৈঠককে সৌজন্যমূলক বললেও এই ভোটের ফল প্রকাশের ঠিক আগে এই সাক্ষাৎ নিয়ে অন্য আরও একটি সম্ভাবনা উঠে আসছে৷
advertisement
সূত্রের খবর, তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন, তা ঠিক করার আগে সোমবারই দলের সব প্রার্থীর কাছে একটি পাঁচ পাতার ফরম পাঠিয়েছে বিজেপি৷ সেই ফরম পূরণ করে দ্রুত ফেরত দিতে বলা হয়েছে৷ মোদি-শাহ এবং দলের সভাপতি জে পি নাড্ডার মধ্যে বৈঠকের পরই এই ফরম প্রার্থীদের কাছে পাঠানো হয়৷ আর এর পরই তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় নীতীশ কুমারকে দেখা যাবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে৷
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক সিনিয়র নেতা দাবি করেছেন, কোনও অবস্থাতেই বিহারে পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে না বিজেপি৷ কারণ রাজনীতিবিদ নীতীশের আর সেই কদর নেই৷ তার উপর তাঁর বয়সও বাড়ছে৷ ফলে নীতীশের রাজনৈতিক ভবিষ্যৎ যে অস্তগামী, নয়াদিল্লির রাজনীতির অলিন্দে কান পাতলে সেরকম সম্ভাবনাই শোনা যাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results 2024: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? আবার শিবির বদল, না অন্য চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement