ট্রেন না এলে মিলবে না ভোটও! নির্বাচনের মুখে দাবি গুজরাতের ১৭ গ্রামের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Gujarat assembly election 2022: গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলকে ভোট দেবেন না।
#গুজরাত: ট্রেন নেই। তাই ভোটও মিলবে না। এই দাবিতেই একসুর গুজরাতের আনচেলি এলাকার অন্তত ১৭টি গ্রাম। প্রত্যেকটি গ্রামেরই এক দাবি, গুজরাতের এই গ্রামগুলি থেকে শহরে কাজের জন্য হোক, কিংবা কলেজে যাওয়ার জন্য অন্যতম ভরসা ট্রেন। কিন্তু কোভিডের সময় থেকেই এই লাইনে ট্রেন বন্ধ রয়েছে। ফলে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলকে ভোট দেবেন না। এমনকী কোনও রাজনৈতিক দলকে প্রচারও চালাতে দেবেন না। গ্রামবাসীদের কথায়, আগে একাধিকবার আবেদন করা হয়েছিল ট্রেনের বিষয়ে। কিন্তু আদতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গ্রামবাসীরা জানান, এলাকার স্থানীয় একটি স্টেশনেই ট্রেনটি এসে থামত। কিন্তু কোভিড পরবর্তী সময় থেকেই এই ট্রেনটি বন্ধ রয়েছে। ফলে প্রাইভেট গাড়ি ভাড়া করে শহরের দিকে যেতে হচ্ছে তাঁদের। এর ফলে যাতায়াতেই ৩০০ টাকা খরচ চলে যাচ্ছে। ফলে প্রবল সমস্যার মধ্যে পড়েছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
গ্রামবাসীদের কথায় তাঁরা নতুন কোনও ট্রেনের দাবি করছেন না। শুধু আগের ট্রেনটিকেই ফের এই লাইনে চালু করার দাবি করছেন তাঁরা। অন্তত ১৭-১৮টি গ্রামের মানুষ এই ট্রেনটির উপর ভরসা করে থাকতেন। কাজের জন্য যাওয়া থেকে শুরু করে কলেজ যেতেও ভরসা ছিল এই ট্রেন।
advertisement
ডিসেম্বরের ১ এবং ৫ তারিখ মোট দুই দফায় চলবে গুজরাত বিধানসভা নির্বাচন। এই ভোটকেই বয়কটের ডাক দিয়েছেন ১৮টি গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, ট্রেন চালু না হলে একটি ভোটও এই এলাকা থেকে ইডিএম-এ পড়বে না।
Location :
First Published :
November 13, 2022 7:40 PM IST