কেউ লুকিয়েছে বেল্টে, কেউ জিন্সে! মুম্বই এয়ারপোর্টে উদ্ধার কোটি কোটি টাকার সোনা

Last Updated:

Gold: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দের এদিন দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬১ কেজি সোনা।

ছবি- ANI
ছবি- ANI
#মুম্বই: কেউ লুকিয়েছে বেল্টের মধ্যে, কেউ বা জিন্সের প্যান্টের মধ্যে।  মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬১ কেজি সোনা। উদ্ধার হওয়া সোনাগুলির বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। তবে নির্দিষ্ট একজনের কাছ থেকে এই সোনা উদ্ধার হয়নি। মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে সোনা লুকিয়ে নিয়ে ঢুকেছিল বিমানবন্দরে।
ধৃতদের মধ্যে রয়েছে তিন জন মহিলাও। প্রথম অপারেশনটি চালানো হয় তানজানিয়া থেকে আসা কয়েকজনের উপরে। মোট ৪ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। প্রত্যেকের বেল্টে বিশেষ ভাবে পকেট তৈরি করা হয়েছিল। সেই পকেট বাইরে থেকে দেখে বোঝা যেত না। সেখানে মোট ৫৩ কেজি সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। সেই সোনার বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
advertisement
জানা গিয়েছে, ধৃতদের হাতে এই সোনা ভর্তি বেল্ট দোহা বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি তুলে দিয়েছিল। সেই ব্যক্তি সুদানের নাগরিক। ধৃত ৪ জনকে আদালতে তোলা হয়েছে।
advertisement
এর পাশাপাশি দুবাই থেকে ফেরা আরও তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দু জন মহিলাও ছিলেন। জিন্সের মধ্যে  সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। কেন তারা সোনা এভাবে লুকিয়ে নিয়ে এসেছে, তা নিয়ে তদন্ত  শুরু হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ কেজি সোনা উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৩.৮৮ কোটি টাকা।
advertisement
মুম্বই এয়ারপোর্ট সূত্রে খবর এর আগে কখনও এতো পরিমাণ সোনা একদিনে উদ্ধার হয়নি। সোনা উদ্ধারের খবর মাঝে মধ্যে আসলেও, অভিনব উপায়ে এভাবে সোনা লুকিয়ে নিয়ে যাওয়া দেখে হতবাক হয়ে গিয়েছেন কাস্টমসের আধিকারিকরাও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেউ লুকিয়েছে বেল্টে, কেউ জিন্সে! মুম্বই এয়ারপোর্টে উদ্ধার কোটি কোটি টাকার সোনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement