কেউ লুকিয়েছে বেল্টে, কেউ জিন্সে! মুম্বই এয়ারপোর্টে উদ্ধার কোটি কোটি টাকার সোনা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Gold: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দের এদিন দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬১ কেজি সোনা।
#মুম্বই: কেউ লুকিয়েছে বেল্টের মধ্যে, কেউ বা জিন্সের প্যান্টের মধ্যে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬১ কেজি সোনা। উদ্ধার হওয়া সোনাগুলির বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। তবে নির্দিষ্ট একজনের কাছ থেকে এই সোনা উদ্ধার হয়নি। মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে সোনা লুকিয়ে নিয়ে ঢুকেছিল বিমানবন্দরে।
ধৃতদের মধ্যে রয়েছে তিন জন মহিলাও। প্রথম অপারেশনটি চালানো হয় তানজানিয়া থেকে আসা কয়েকজনের উপরে। মোট ৪ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। প্রত্যেকের বেল্টে বিশেষ ভাবে পকেট তৈরি করা হয়েছিল। সেই পকেট বাইরে থেকে দেখে বোঝা যেত না। সেখানে মোট ৫৩ কেজি সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। সেই সোনার বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
advertisement
জানা গিয়েছে, ধৃতদের হাতে এই সোনা ভর্তি বেল্ট দোহা বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি তুলে দিয়েছিল। সেই ব্যক্তি সুদানের নাগরিক। ধৃত ৪ জনকে আদালতে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন, ১৯৯২ ফিরল না পাকিস্তানের, বাবরদের হারিয়ে ১২ বছর পর দ্বিতীয়বার টি-২০ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
এর পাশাপাশি দুবাই থেকে ফেরা আরও তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দু জন মহিলাও ছিলেন। জিন্সের মধ্যে সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। কেন তারা সোনা এভাবে লুকিয়ে নিয়ে এসেছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ কেজি সোনা উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৩.৮৮ কোটি টাকা।
advertisement
মুম্বই এয়ারপোর্ট সূত্রে খবর এর আগে কখনও এতো পরিমাণ সোনা একদিনে উদ্ধার হয়নি। সোনা উদ্ধারের খবর মাঝে মধ্যে আসলেও, অভিনব উপায়ে এভাবে সোনা লুকিয়ে নিয়ে যাওয়া দেখে হতবাক হয়ে গিয়েছেন কাস্টমসের আধিকারিকরাও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 5:50 PM IST

