Bimal Gurung: 'আমিই ভোটের নিয়ন্ত্রক', দ্বিতীয় দফায় বড় দাবি এমন একজনের, 'খেলা' ঘোরাতে যিনি ওস্তাদ!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bimal Gurung: পাতলেবাসে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং।
কলকাতা: পাহাড় এবং ডুয়ার্সের রাজনীতিতে নতুন সমীকরণ। দিন কয়েক আগেই শুভেন্দুর হাত ধরে ফের গেরুয়া শিবিরে দেখা গিয়েছিল পাহাড় কাঁপানো গোর্খা নেতা বিমল গুরুং। আর ভোটের দিন যা বললেন গুরুং, তাতে রীতিমতো শোরগোল পড়ে গেল। দার্জিলিংয়ের ভোটের দিন বিমল বললেন, ”আমি যেদিকে থাকব, ভোট সেদিকেই হবে, সেই দলই জিতবে। আমি আমার দাবিতে এখনও অনড় আছি। আমি ভোটে লড়াই করছি না। কিন্তু আমি ভোটের লড়াইয়ে নিয়ন্ত্রক।”
এদিন পাতলেবাসে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং। তাঁর বক্তব্য, ২০০৯ সাল থেকে তিনি বিজেপির সঙ্গেই আছেন। আর বিজেপি তার সহায়তা নিয়ে জিতেছে। তবে তিনি চান পাহাড়ে তাদের দাবি পূরণ হোক। তাঁর পুরনো সহকারীদের অনেকেই পাহাড়ের রাজনীতিতে অন্যতম ভূমিকা পালন করে আছেন। তবে বিনয় বা অনীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি মুখ খুলতে রাজি নন।
advertisement
আরও পড়ুন: বাবা-ছেলের বাইকে ধাক্কা গাড়ির, কল্যাণীতে মুহূর্তে শেষ বাবার জীবন, হাসপাতালে মৃত্যু ছেলেরও
advertisement
এক সময় যে বিমল গুরুং এর আন্দোলনের জেরে কেঁপে উঠছিল দার্জিলিং-সহ ডুয়ার্স, সম্প্রতি সেই গোর্খা নেতা বিমল গুরুং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পুনরায় রাজনীতির ময়দানে নামেন। গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপি প্রার্থীর হয়ে লোকসভা নির্বাচনে প্রচারও করেছে, যার নেপথ্যে ছিলেন এই গুরুংই।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 10:04 AM IST