Bike Accident: বাবা-ছেলের বাইকে ধাক্কা গাড়ির, কল্যাণীতে মুহূর্তে শেষ বাবার জীবন, হাসপাতালে মৃত্যু ছেলেরও

Last Updated:

Bike Accident: মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর আইটি পার্কের কাছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কল্যাণী: ছেলেকে টিউশন থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা। আচমকাই একটি চার চাকার গাড়ি এসে সজোরে ধাক্কা মারে বাইকে। আর এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। আর পরে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ছেলের। বৃহস্পতিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর আইটি পার্কের কাছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ছেলেকে নিয়ে টিউশন থেকে ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে জেআইএস মোড় থেকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা ৪৬ বছরের অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকা গাড়ি বুদ্ধ পার্কের দিকে আসছিল।
advertisement
advertisement
আচমকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অরূপবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। যার জেরে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। জখম অবস্থায় ছেলেকে উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ অফ মেডিসিন ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু, সেখানে আসার পরেই চিকিৎসরা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: বাবা-ছেলের বাইকে ধাক্কা গাড়ির, কল্যাণীতে মুহূর্তে শেষ বাবার জীবন, হাসপাতালে মৃত্যু ছেলেরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement