কলকাতা: আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা।
কীভাবে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা? সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত উপায়। খুব সহজেই News18 Bangla-র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পারবেন।
Check Live Updates : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023 | WBCHSE ক্লাস 12 তম ফলাফল 2023
Check: পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
প্রাথমিক ভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হতে পারে। কিন্তু পরে সেই সময় খানিকটা এগিয়ে এসেছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চিরাচরিত ভাবে মাধ্যমিকের পরই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে চলতি বছরেও মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় রেজাল্ট বের হবে উচ্চ মাধ্যমিকের।
আরও পড়ুন: কবে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফল! অবশেষে দিন ঘোষণা করলেন ব্রাত্য বসু
সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। কী ভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে এবারে একাদশের নির্বাচন পরীক্ষার নম্বর আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে সংসদের তরফে। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। এই ফরম্যাটের মাধ্যমে স্কুলগুলিকে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্র নম্বর আপলোড করতে হবে।
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Secondary 2023 results, HS Examination, HS Result 2023, WB HS 2023