Higher Secondary Result: কবে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফল! অবশেষে দিন ঘোষণা করলেন ব্রাত্য বসু

Last Updated:

Higher Secondary Result: অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিকের ফল
উচ্চ মাধ্যমিকের ফল
কলকাতা: আগামী ২৪মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। এদিন এমনটাই ট্যুইটে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রা ছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা।
সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষত অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা, স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো-সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলও সংসদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
advertisement
পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময়ে সেখানে হাজির থাকতে বলা হয়েছিল ভেনু সুপারভাইজার, কাউন্সিলের প্রতিনিধি এবং পুলিশ কর্মীকে। প্রশ্নপত্র নিয়ে আসা এবং উত্তরপত্র জমা দিতে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কাউন্সিলের সদস্য, ভেনু সুপারভাইজার, শিক্ষক, শিক্ষা কর্মীদের সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে।
advertisement
কী ভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে এবারে একাদশের নির্বাচন পরীক্ষার নম্বর আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে সংসদের তরফে। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। এই ফরম্যাটের মাধ্যমে স্কুলগুলিকে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্র নম্বর আপলোড করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result: কবে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফল! অবশেষে দিন ঘোষণা করলেন ব্রাত্য বসু
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement