Indian Railways: একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন! সপ্তাহের শুরুতেই এক নজরে দেখে নিন সব তালিকা

Last Updated:

Indian Railways: সিআরএস পর্যবেক্ষণের জেরে একাধিক ট্রেনের পরিষেবা বাতিল, পথ পরিবর্তন, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে

একাধিক ট্রেন বাতিল
একাধিক ট্রেন বাতিল
রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা, টিহু, কৈঠালকুচি ও নলবাড়ি স্টেশনে ১৩ থেকে ১৯ মে পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ, ২০ থেকে ২২ মে, ২০২৩ পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ এবং ২৩ ও ২৪ মে, ২০২৩ তারিখে সিআরএস পর্যবেক্ষণের জেরে একাধিক ট্রেনের পরিষেবা বাতিল, পথ পরিবর্তন, নিয়ন্ত্রণ ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। দেখে নিন তালিকা।
বাতিল হওয়া ট্রেন: ১৫ মে থেকে ২৪ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য ০৫৮০৯ নং (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার ও ০৫৮০৩ নং (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল থাকবে। ১৫ মে থেকে ২২ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৫০২০ নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) স্পেশাল এবং ১৬ মে থেকে ২৩ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৫০১৯ নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) স্পেশাল বাতিল থাকবে।
advertisement
advertisement
১৬ মে থেকে ২৫ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য ০৫৮০১ নং (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার ও ০৫৮০৪ নং (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার বাতিল থাকবে। ১৬ মে থেকে ২৪ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য ১৫৭৫৩/১৫৭৫৪ নং (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) সিফুং এক্সপ্রেস ও ১৫৭৬৯/১৫৭৭০ নং (আলিপুরদুয়ার জং.-লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৯ মে থেকে ২২ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জম্য নির্ধারিত ১৫৬০২ নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস এবং ২০ মে থেকে ২৩ মে, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জম্য নির্ধারিত ১৫৬০১ নং. (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
ট্রেনের নিয়ন্ত্রণ: ১৫ মে ও ১৬ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৭ নং. (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র মেইল ২২০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ মে ও ১৯ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬১ নং. (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস ১৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৬, ১৭, ১৮ ও ২০ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৫৯ নং. (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস ১৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ থেকে ১৮ মে, ২০২৩ পর্যন্ত তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৫ নং. (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাস) নর্থইস্ট এক্সপ্রেস ৭০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
১৪ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯০৪ নং. (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস ৫০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৫ নং. (দেওঘর-আগরতলা) এক্সপ্রেস ৯০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৫ থেকে ১৭ মে, ২০২৩ পর্যন্ত তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৬ নং. (আনন্দ বিহার টার্মিনাস-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস ৬০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৭ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৩ নং. (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেস ৩০ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে। ১৮ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩২ নং. (গুয়াহাটি-বিকানের) এক্সপ্রেস ১৩৫ মিনিটের জন্য এনরুটে নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
ট্রেনের সময় পুনর্নির্ধারণ- ১৯ ও ২১ মে, ২০২৩ তারিখের ২৩.৫৫ ঘণ্টায় রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬২ নং. (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেসের সময় ২০ ও ২২ মে, ২০২৩ তারিখের ০৩.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৯ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫০৫ নং. (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাস) নর্থইস্ট এক্সপ্রেসের সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৩.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২০ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬০ নং. (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেসের সময় ১৮.৩৫ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩৬ নং. (গুয়াহাটি-ওখা)এক্সপ্রেসের সময় ১০.৪৫ ঘণ্টার পরিবর্তে ১১.৪৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
advertisement
২৩ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৪৮ নং. (গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস)এক্সপ্রেসের সময় ১৫.০০ ঘণ্টার পরিবর্তে ১৬.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৩ ও ২৪ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৮ নং. (কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র মেইলের সময় ১৪.৩৫ ঘণ্টার পরিবর্তে ১৭.০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৪ মে, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫৫২ নং. (কামাখ্যা-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেসের সময় ১৪.০০ ঘণ্টার পরিবর্তে ১৭.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন! সপ্তাহের শুরুতেই এক নজরে দেখে নিন সব তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement