ICSE Board Result 2023: ICSE ও ISC-র ফলাফল প্রকাশিত, এক ক্লিকে দেখে নিন রেজাল্ট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ICSE Board Result 2023: অপেক্ষার অবসান ফলাফল প্রকাশ হল ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি)।
অপেক্ষার অবসান ফলাফল প্রকাশ হল ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি)। CISCE অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েরসাইটে বেলা ৩ সময় থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন ৷
এই বছর, ৯৮.৯৪ শতাংশ শিক্ষার্থী ICSE পরীক্ষায় এবং ৯৬.৯৩ শতাংশ শিক্ষার্থী ISC পরীক্ষায় পাস করেছে। আজ CISCE ফলাফলে, মেয়েরা উভয় শ্রেণিতেই ভাল রেজাল্ট করেছে। ICSE পরীক্ষায় ৯৯.২১ শতাংশ মেয়েরা পাশ করেছে এবং ৯৮.৭১ শতাংশ ছেলেরা পাশ করেছে। ISC তে, ৯৮.০১ শতাংশ মেয়েরা পাস করেছে এবং ৯৫.৯ শতাংশ ছেলেরা পরীক্ষায় পাস করেছে।
advertisement
advertisement
ICSE (দশম শ্রেণি)-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৩১,০০০। অপরদিকে, প্রায় ৯০,০০০ হাজার পড়ুয়া ISC (দ্বাদশ শ্রেণি)-এর পরীক্ষা দিয়েছে চলতি বছরে।ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ফলাফল৷ অবশ্য ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে৷
advertisement
কীভাবে ICSE, ISC ২০২৩ রেজাল্ট দেখতে পারবেন-
স্টেপ ১- results.cisce.org-এ যান।
স্টেপ ২- ICSE বা ISC যেটির রেজাল্ট দেখতে চান সেই লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩- কোর্স কোড, প্রার্থীর ইউআইডি, সূচক নম্বর এবং ক্যাপচা লিখুন।
advertisement
স্টেপ ৪- এরপর ফলাফল আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
স্টেপ ৫- ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট আউট করে রাখতে পারেন।
ফলাফল ঘোষণার পরে ফলাফল রি-চেক করার জন্য ২১ মে পর্যন্ত সময় পাবে পড়ুয়ারা। CISCE 2023 সালের ICSE পরীক্ষা শুরু হয় ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ মার্চ। ISC পরীক্ষা চলে ১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 3:15 PM IST