CBSE Board 2023 Results: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড

Last Updated:

CBSE Board 2023 Results: এবার সিবিএসসি (CBSE) দাদ্বশ শ্রেণির পরীক্ষার ফলাফলে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। মেয়েদের পাসের শতাংশ চলতি বছরে ছেলেদের চেয়ে ৬ শতাংশ বেশি।

সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা,
সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা,
এবার সিবিএসসি (CBSE) দাদ্বশ শ্রেণির পরীক্ষার ফলাফলে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বহু প্রতীক্ষিত দাদ্বশ শ্রেণির ২০২৩-এর ফলাফল আজ, ১২ মে শুক্রবার ঘোষণা করেছে। সিবিএসসি ক্লাস ১২- এর পরীক্ষা চলে ফেব্রুয়ারি ১৫ থেকে 5 এপ্রিল, ২০২৩ পর্যন্ত। মেয়েদের পাসের শতাংশ চলতি বছরে ছেলেদের চেয়ে ৬ শতাংশ বেশি।
এই বছর, দাদ্বশ শ্রেণির সামগ্রিক পাসের শতাংশ ৮৭.৩৩ শতাংশ। যা গতবছর ছিল ৯২.৭১ শতাংশ। মেয়েদের পাসের হার সেখানে ৯০.৬৮ অন‍্যদিকে ছেলেদের পাসের হার ৮৪.৬৭ শতাংশ। গত বছরও ছবিটা একই ছিল।২০২২ সালে দাদ্বশ শ্রেণির ফলাফলে মেয়েদের সামগ্রিক পাসের হার ছিল ৯৪.৫৪ শতাংশ এবং ছেলেদের ৯১.২৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ৩.২৯ শতাংশ বেশি ছিল। যদিও মেয়েদের ও ছেলেদের পাসের হারের তফাৎ বেড়েছে কিন্তু উভয়ের পাশের শতাংশ গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ICSE এবং ISC-র ফলাফল কবে? বিরাট আপডেট পরীক্ষার্থীদের জন্য, জানুন
দাদ্বশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বোর্ডের ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ cbse.gov.in-এ যেতে পারেন। শিক্ষার্থীরা এসএমএস সুবিধার মাধ্যমে, ডিজিলকারে এবং UMANG ওয়েবসাইটে তাদের রেজাল্ট ও দেখতে পারে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CBSE Board 2023 Results: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement