CBSE Board 2023 Results: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
CBSE Board 2023 Results: এবার সিবিএসসি (CBSE) দাদ্বশ শ্রেণির পরীক্ষার ফলাফলে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। মেয়েদের পাসের শতাংশ চলতি বছরে ছেলেদের চেয়ে ৬ শতাংশ বেশি।
এবার সিবিএসসি (CBSE) দাদ্বশ শ্রেণির পরীক্ষার ফলাফলে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বহু প্রতীক্ষিত দাদ্বশ শ্রেণির ২০২৩-এর ফলাফল আজ, ১২ মে শুক্রবার ঘোষণা করেছে। সিবিএসসি ক্লাস ১২- এর পরীক্ষা চলে ফেব্রুয়ারি ১৫ থেকে 5 এপ্রিল, ২০২৩ পর্যন্ত। মেয়েদের পাসের শতাংশ চলতি বছরে ছেলেদের চেয়ে ৬ শতাংশ বেশি।
এই বছর, দাদ্বশ শ্রেণির সামগ্রিক পাসের শতাংশ ৮৭.৩৩ শতাংশ। যা গতবছর ছিল ৯২.৭১ শতাংশ। মেয়েদের পাসের হার সেখানে ৯০.৬৮ অন্যদিকে ছেলেদের পাসের হার ৮৪.৬৭ শতাংশ। গত বছরও ছবিটা একই ছিল।২০২২ সালে দাদ্বশ শ্রেণির ফলাফলে মেয়েদের সামগ্রিক পাসের হার ছিল ৯৪.৫৪ শতাংশ এবং ছেলেদের ৯১.২৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ৩.২৯ শতাংশ বেশি ছিল। যদিও মেয়েদের ও ছেলেদের পাসের হারের তফাৎ বেড়েছে কিন্তু উভয়ের পাশের শতাংশ গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ICSE এবং ISC-র ফলাফল কবে? বিরাট আপডেট পরীক্ষার্থীদের জন্য, জানুন
দাদ্বশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বোর্ডের ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ cbse.gov.in-এ যেতে পারেন। শিক্ষার্থীরা এসএমএস সুবিধার মাধ্যমে, ডিজিলকারে এবং UMANG ওয়েবসাইটে তাদের রেজাল্ট ও দেখতে পারে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 12:01 PM IST