শ্যাম্পুর আগে চুলে কন্ডিশনার দিলে কী হয় জানেন?

শ্যাম্পুর আগেই চুলে কন্ডিশনার, এতে নাকি চুলে আসবে ভলিউম। অবাক হচ্ছেন?

নতুন এক পদ্ধতি বলছে, শ্য়াম্পু করার পরে নয়। আগে ব্যবহার করুন কন্ডিশনার

এই পদ্ধতিকে বলে রিভার্স ওয়াশিং

চেনা ছককে বদলে দিচ্ছে সম্প্রতি ফ্যাশন জগতের আর একটি চল

রূপবিশেষজ্ঞরা কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন শ্যাম্পু করার আগেই

এই পদ্ধতিতে তিন দিন পর্যন্ত চুলে ভলিউম বজায় থাকবে

রিভার্স ওয়াশিংয়ে নারিশমেন্টের সঙ্গে ঢেউ খেলানো ভাব আসে। চুল দেখতে ঘন লাগে

তবে যাঁদের চুল খুব ঘন ও শুষ্ক, তাঁরা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন

যাঁদের চুল মাত্রাতিরিক্ত মোটা ও তৈলাক্ত, তাঁরা শুকনো না, চুল হালকা ভিজিয়ে কন্ডিশনার লাগান 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন