WBBSE Madhyamik Result 2023|| North 24 Parganas News: মাধ‍্যমিকে একজন চতুর্থ, অন‍্যজন ষষ্ঠ, বনগাঁর দুই কৃতী ছাত্রীর সাফল্যের রহস‍্যটা ঠিক কী?

Last Updated:

বনগাঁর দুই কৃতি ছাত্রীর সাফল্যে খুশি সবাই, রাজ্যের মধ্যে চতুর্থ এবং ষষ্ঠ তারা

+
মাধ‍্যমিকে

মাধ‍্যমিকে একজন চতুর্থ, অন‍্যজন ষষ্ঠ, বনগাঁর দুই কৃতী ছাত্রীর সাফল্যের রহস‍্যটা ঠিক কী?

উত্তর ২৪ পরগনা: বনগাঁর শিক্ষাক্ষেত্রে নজির তৈরি করল দুই ছাত্রী। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ এবং ষষ্ঠ স্থান অধিকার করে বনগাঁর কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের ওই দুই ছাত্রী, সমাদৃতা সেন এবং বিদিশা কুন্ডু। এলাকার মেয়েদের এমন সাফল্যে খুশি গোটা বনগাঁ-সহ স্কুলের শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীরাও। প্রথম থেকেই স্কুলের ক্লাসের পরীক্ষায় প্রথম হয়ে আসছে বনগাঁর রামনগর রোডের বাসিন্দা সমাদৃতা সেন।
মাধ্যমিকেও ভালো ফল করবে, এমন আশা ছিল। কিন্তু রাজ্যের মধ্যে একেবারে চতুর্থ স্থান অধিকার করবে, তা স্বপ্নেও কল্পনা করেনি সমাদৃতা। এদিন টিভিতে দেখে এবং স্কুলের শিক্ষিকাদের কাছ থেকে এই সাফল্যের খবর পেয়ে রীতিমতো অবাক হয়ে যায় সে। ঘড়ি ধরে পড়াশোনা করার অভ্যেস ছিল না সমাদৃতার। মন যতক্ষণ চাইতো, ততক্ষনই সে পড়াশোনা করতো। বাইরের টিউটরদের পাশাপাশি অঙ্কের শিক্ষিকা মা সম্পা সেন এবং ইংরাজির শিক্ষক বাবা উদয় সেনের কাছ থেকেও প্রচুর সহযোগিতা পেয়েছে সমাদৃতা। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সমাদৃতার মা সম্পাদেবী এবং বাবা উদয় সেন।
advertisement
advertisement
মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে বিদিশা কুন্ডু। বনগাঁর রেলবাজার এলাকার বাসিন্দা বিদিশার বাবা–মাও স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত। বর্তমান সময়ে পড়ুয়ারা যেখানে মোবাইলে বেশি আসক্ত, সেখানে মোবাইল ফোন ব্যবহার করে না বিদিশা। চিকিৎসক হয়ে মানুষের, দেশের সেবা করতে চায় সে। তার প্রিয় বিষয় অঙ্ক। তাই বেশিরভাগ সময়টাই সে অঙ্কের জন্য ব্যয় করেছে।
advertisement
নিজে খেলাধুলা না করলেও খেলা দেখার প্রতি আগ্রহ আছে তার। এদিন সকালে প্রথম সাফল্যের খবর পেয়ে আনন্দে কেঁদে পেলে বিদিশা। বিদিশার বাবা কিশোর কুন্ডু এবং মা ববি মিত্র মনে করেন, এই ফলাফল সামনে এগিয়ে যাওয়ার সোপানমাত্র। মেয়ে ভালোবেসে পড়াশোনা করে। তাই পড়ার জন্য আলাদা করে বলতে হয় না। বিদিশাকে পড়িয়ে আনন্দ পান তার মা। ওর মধ্যে জানার আগ্রহ আছে। পড়াশোনাটা বিদিশার কাছে বোঝা ছিল না।
advertisement
স্কুলের এই জোড়া সাফল্যে খুশি কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা। স্কুলের দুই ছাত্রী যে একেবারে চতুর্থ এবং ষষ্ঠস্থান লাভ করবে, তা ভেবে উঠতে পারেননি স্কুলের শিক্ষিকারা। আগামীদিনে স্কুলের অন্য ছাত্রীরাও যাতে এমন সাফল্য পায়, তারজন্য উৎসাহিত করছেন শিক্ষিকারা। সমাদৃতা এবং বিদিশার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৮৯ এবং ৬৮৭। শুধু এই দুজনই নয়, এবছর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল রীতিমতো গোটা এলাকায় সারা ফেলে দিয়েছে।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2023|| North 24 Parganas News: মাধ‍্যমিকে একজন চতুর্থ, অন‍্যজন ষষ্ঠ, বনগাঁর দুই কৃতী ছাত্রীর সাফল্যের রহস‍্যটা ঠিক কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement