Teacher Recruitment 2025: ৮ বিষয়ের জন্য প্রচুর শিক্ষক-শিক্ষিকা চাইছে নামী এই স্কুল, স্নাতক হলেই আবেদন করুন, রইল বিস্তারিত
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Teacher Recruitment 2025: শিক্ষক নিয়োগ করতে চলেছে দিঘার কাছেই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সাটিলাপুর জ্ঞানদীপ মিশন স্কুল। মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, এবং কম্পিউটার বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়।
এগরা, মদন মাইতি: শিক্ষক হওয়ার স্বপ্ন? শিক্ষকতার সুযোগ রয়েছে দিঘার কাছে এক নামকরা বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এই বিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক পাস করলেই আবেদন করা যাবে। বেতনও রয়েছে আকর্ষণীয়। স্নাতক পাস যোগ্য বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
শিক্ষক নিয়োগ করতে চলেছে দিঘার কাছেই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সাটিলাপুর জ্ঞানদীপ মিশন স্কুল। মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, এবং কম্পিউটার বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে বি.এড ডিগ্রি অথবা ডি.এল.এড থাকতে হবে। এছাড়াও স্পোকেন ইংলিশের শিক্ষক নিয়োগ করবে এই বিদ্যালয়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মাধ্যমিকের করে আট’টি বিষয়ে মোট ১০ জন শিক্ষক নিয়োগ হবে।
advertisement
আরও পড়ুনঃ রাতারাতি বদলাবে আবহাওয়া! ফের ঝেঁপে বৃষ্টি? ১২ ডিগ্রির নিচে নামছে পারদ! কাঁপুনি শুরু জেলায় জেলায়
জ্ঞানদীপ মিশন স্কুলের সেক্রেটারি মানিক চন্দ্র মাইতি বলেন, “আমাদের বিদ্যালয় সব সময়ই যোগ্য এবং নিষ্ঠাবান শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য কাজ করে এসেছে। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা অত্যন্ত সতর্ক ও পরিষ্কার নীতিমালা অনুসরণ করছি। শিক্ষাগত যোগ্যতা, নথিপত্র যাচাই এবং সাক্ষাৎকার-সব কিছু স্বচ্ছভাবে হবে। আমরা চাই এলাকায় শিক্ষার মান আরও উন্নত হোক এবং শিক্ষার্থীরা ভালো শিক্ষক হাতে সঠিক দিশা পাক।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের আগেই পর্যটনের জোয়ার, খুলছে বহু প্রতীক্ষিত মূর্তি সেতু, ডুয়ার্স বেড়ানো এখন আরও সহজ
view commentsবিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার জেরক্স, সম্পূর্ণ জীবনপঞ্জি ও হাতে লেখা আবেদনপত্র আগামী ৬ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ে জমা দিতে হবে। ডাকযোগেও সমস্ত নথিপত্র পাঠান যেতে পারে। ঠিকানা: জ্ঞানদীপ মিশন স্কুল, সাটিলাপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর–৭২১৪২৩। যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানান হয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেতনও যথেষ্ট ভাল হবে। তাই যারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান বা দীর্ঘদিন ধরে স্থায়ী চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 03, 2025 8:45 PM IST







