Dooars Tourism: বড়দিনের আগেই পর্যটনের জোয়ার, খুলছে বহু প্রতীক্ষিত মূর্তি সেতু, ডুয়ার্স বেড়ানো এখন আরও সহজ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars Tourism: ডুয়ার্সে পর্যটনে আসছে সুখবর। বহু প্রতীক্ষিত মূর্তি নদীর ওপর নবনির্মিত সেতু নতুন বছরের শুরুতেই খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কাটবে, জঙ্গল ভ্রমণে ফিরবে স্বাভাবিক ছন্দ। সেতু খোলার খবরে পর্যটনে খুশির হাওয়া।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এই সেতুই আনবে পর্যটনের জোয়ার! ইংরেজি নতুন বছর শুরু হতেই পর্যটকরা পেতে পারে বড় সুখবর। বহু প্রতীক্ষিত মূর্তি নদীর ওপর নবনির্মিত সেতু খুব শিগগিরই খুলে দেওয়া হতে চলেছে। আর এতে এখন থেকেই খুশির হাওয়া লাটাগুড়ি থেকে ডুয়ার্সের পর্যটন শিল্পজুড়ে।
ডুয়ার্সে লাটাগুড়িকে আজ যে পরিচিতি এনে দিয়েছে, তার অন্যতম কারণ এই মূর্তি নদী আর সেটির উপরের সেতু। বহু বছর ধরেই পুরনো সেতুটি ছিল অঞ্চলবাসী ও পর্যটকদের প্রধান যাতায়াতের পথ। সেখান দিয়েই গভীর জঙ্গলের দিকে রাস্তা খুলে যেত সরাসরি খুনিয়া মোড়, গরুমারা জাতীয় উদ্যান এবং মূর্তি জঙ্গলের প্রাণবন্ত সব বন্যপ্রাণী দর্শনে। কিন্তু গত কয়েক বছর ধরে নতুন সেতু নির্মাণের কাজ চলায় সমস্যায় পড়েছিলেন স্থানীয় মানুষ। বন্ধ পথে আটকে যানবাহন, বিকল্প রাস্তায় ঘুরে যাওয়ার ঝামেলা…সব মিলিয়ে দুর্ভোগ ছিল চরমে। এর থেকেও বেশি বঞ্চিত হয়েছেন জঙ্গলভ্রমণে আসা দেশ-বিদেশের হাজারো পর্যটক।
advertisement
আরও পড়ুনঃ কাছে-দূরে সবই ঝাপসা! সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকল আলিপুরদুয়ার, দেখুন শীতের ছবি
মূর্তি সেতুর রুট বন্ধ থাকায় তাঁরা হারিয়েছেন ডুয়ার্সের অন্যতম সেরা দর্শনপথের অভিজ্ঞতা। তবে শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্রিসমাসের ছুটি ও নিউ ইয়ারে ডুয়ার্সে পর্যটকের বাড়তি ভিড় সামলাতে সেতুটি দ্রুত খুলে দেওয়া হবে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে, নিরাপত্তা পর্যালোচনাও প্রায় শেষ পর্যায়ে! লাটাগুড়ি এবং আশপাশের হোটেল-মালিক, গাইড, জিপ সাফারি সংগঠকরা এই খবর শুনেই কার্যত উৎসবে মেতেছেন। তাঁদের মতে, “মূর্তি সেতু খুললে পর্যটনের হাওয়া পুরোপুরি বদলে যাবে। ডুয়ার্সের অর্থনীতিতে জোয়ার আসবে।” স্থানীয় বাসিন্দারাও সমান উচ্ছ্বসিত। বহুদিনের কষ্টের পর ফের পুরনো চলাচলের পথ ফিরতে চলেছে, এটাই তাঁদের সবচেয়ে বড় স্বস্তি। নতুন বছরের শুরুতেই মূর্তি সেতু খুলে যাওয়ার সম্ভাবনায় এখন ডুয়ার্স ভরা একটাই প্রত্যাশা-আরও জীবন্ত, আরও প্রাণবন্ত পর্যটন মরশুম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
December 02, 2025 3:26 PM IST
