উচ্ছ্বসিত রূপায়ণ, NEET ইউজি পরীক্ষায় দুর্দান্ত ফল, দিল্লি এইমস থেকে চিকিৎসায় গবেষণা করতে চান বিরাট কোহলির ভক্ত

Last Updated:

Success Story: নিট ইউজি পরীক্ষায় বিশেষ সাফল্য পেল বর্ধমানের রূপায়ণ পাল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল বর্ধমান সি এম এস হাই স্কুলের ছাত্র রূপায়ণ। নিট ইউজিতে সর্বভারতীয় ক্ষেত্রে সে ২০ র‍্যাঙ্ক করেছে। রাজ্যে রয়েছে দ্বিতীয় স্থানে। এই ফলে উচ্ছ্বসিত রূপায়ণ ও তাঁর পরিবার।

NEET ইউজি পরীক্ষায় দুর্দান্ত ফল
NEET ইউজি পরীক্ষায় দুর্দান্ত ফল
বর্ধমান: নিট ইউজি পরীক্ষায় বিশেষ সাফল্য পেল বর্ধমানের রূপায়ণ পাল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল বর্ধমান সি এম এস হাই স্কুলের ছাত্র রূপায়ণ। নিট ইউজিতে সর্বভারতীয় ক্ষেত্রে সে ২০ র‍্যাঙ্ক করেছে। রাজ্যে রয়েছে দ্বিতীয় স্থানে। এই ফলে উচ্ছ্বসিত রূপায়ণ ও তাঁর পরিবার।
বর্ধমান শহরের সুভাষপল্লী কালীতলা এলাকার বাসিন্দা রূপায়ণ। ফল প্রকাশের পর শনিবার দুপুরে বাড়িতেই পাওয়া গেল তাকে। পরীক্ষায় মুহূর্মুহু আসছিল ফোন। ভাল ফলের জন্য ফোনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছিলেন আত্মীয় পরিজন, শিক্ষক, বন্ধুবান্ধব সকলেই। উচ্চমাধ্যমিকের সঙ্গেই সে নিটের প্রস্তুতি নিয়েছিল বলে জানায় রূপায়ণ। তাঁর কথায়, বাবা মা অবশ্যই এই ফলের অনুপ্রেরণা। তবে তাঁরা কোনও দিনই আমার উপর জোর করে কিছু চাপিয়ে দেননি।
advertisement
advertisement
বিরাট কোহলির ভক্ত রূপায়ণ   দিল্লি এইমসে চিকিৎসা ও চিকিৎসা গবেষণা নিয়ে পড়াশোনা করতে চায়। আর পাঁচজনের মতো রূপায়ণও ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তার বক্তব্য, মর্মান্তিক এই ঘটনায় বিমানের যাত্রীরা প্রাণ হারালেন। আবার ভবিষ্যতে ডাক্তার হয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতেন যাঁরা সেই ডাক্তারি পড়ুয়াদেরও কয়েকজনেরও এই দুর্ঘটনায় মৃত্যু হল। এই ঘটনা থেকে তাঁর উপলব্ধি, বিমান দুর্ঘটনা রুখতে আরও উন্নত প্রযুক্তির সুযোগ নিতে হবে।
advertisement
উল্লেখ্য, এ রাজ্য থেকে এ বছর নিট পরীক্ষায় বসেছিলেন ১,০৬,৬৭৫ জন। তাঁদের মধ্যে ৫৯,০১৮ জন উত্তীর্ণ হয়েছেন, যা রাজ্যের পক্ষে যথেষ্ট আশাব্যঞ্জক সাফল্য বলেই মনে করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
advertisement
এদিন চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)-এর ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৪ মে নেওয়া এই প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করা হল এক মাস ১০ দিন পর। নিট ইউজি পরীক্ষার মাধ্যমে ভারতে এমবিবিএস ও বিডিএস-সহ মেডিক্যালের স্নাতক স্তরে ভর্তির পথ উন্মুক্ত হয়।
advertisement
এ বছর নিট ইউজি-র সর্বভারতীয় মেধা তালিকার প্রথম ২০ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে জায়গা করে নিয়েছেন দু’জন পরীক্ষার্থী। রচিত সিংহচৌধুরী দেশের মধ্যে ষোড়শ স্থান দখল করেছেন। তিনি রাজ্যেও শীর্ষস্থানাধিকারী। রূপায়ণ পাল ২০তম স্থান দখল করেছেন। এছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন অনীক ঘোষ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
উচ্ছ্বসিত রূপায়ণ, NEET ইউজি পরীক্ষায় দুর্দান্ত ফল, দিল্লি এইমস থেকে চিকিৎসায় গবেষণা করতে চান বিরাট কোহলির ভক্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement