একজন MBBS ডাক্তারের 'স্যালারি' কত হয় জানেন...? চমকে দেবে আসল 'অঙ্ক', শিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
MBBS Doctor Salary: "পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে..."। তবে গাড়ি ঘোড়া চড়া হোক বা না হোক, টাকা কত আয় হবে পড়াশোনার শেষে সেই খবর জানা খুবই জরুরি। কারণ আজকের প্রজন্ম যে সমস্ত ফ্যাক্টরের উপর বিবেচনা করে পড়াশোনার স্টিম বা শাখা নির্বাচন করে থাকেন, তার একটি হল 'স্যালারি'।
advertisement
advertisement
advertisement
advertisement
এন্ট্রি লেভেল এমবিবিএস ডাক্তারের বেতন:
ডাক্তারি কেবল একটি পেশা নয়, বরং মানুষ চিকিৎসকদের ঈশ্বরের মর্যাদা দেয়। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে মেডিকেল কোর্সের চাহিদা তাই অত্যন্ত বেশি। প্রায়শই, চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করা তরুণদের মনে কৌতূহল থাকে এমবিবিএস ডাক্তারের বেতন কত হতে পারে তা আগাম জানার।
ডাক্তারি কেবল একটি পেশা নয়, বরং মানুষ চিকিৎসকদের ঈশ্বরের মর্যাদা দেয়। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে মেডিকেল কোর্সের চাহিদা তাই অত্যন্ত বেশি। প্রায়শই, চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করা তরুণদের মনে কৌতূহল থাকে এমবিবিএস ডাক্তারের বেতন কত হতে পারে তা আগাম জানার।
advertisement
advertisement
advertisement
advertisement
সিনিয়র MBBS ডাক্তার:
১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা 'এক্সপেরিয়েন্সড' অভিজ্ঞ সিনিয়র এমবিবিএস ডাক্তার হিসেবে অভিহিত হন। এই ক্ষেত্রে, তাঁদের বেতন তাঁদের পদ অনুসারে নির্ধারিত হয়। সরকারি হাসপাতালে এই বেতন প্রতি মাসে ১.৫০ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা এবং বেসরকারি হাসপাতালে ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা হতে পারে।
১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা 'এক্সপেরিয়েন্সড' অভিজ্ঞ সিনিয়র এমবিবিএস ডাক্তার হিসেবে অভিহিত হন। এই ক্ষেত্রে, তাঁদের বেতন তাঁদের পদ অনুসারে নির্ধারিত হয়। সরকারি হাসপাতালে এই বেতন প্রতি মাসে ১.৫০ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা এবং বেসরকারি হাসপাতালে ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা হতে পারে।
advertisement
advertisement
advertisement