উচ্চ মাধ্যমিকে ফেল? কোনও সমস্যা নেই, এই পদ্ধতিতে পড়াশোনা চালু রাখতে পারবে পড়ুয়ারা! সংসদের নতুন এই নিয়ম জানুন!

Last Updated:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পথ আটকে না গিয়ে তা যেন নতুনভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যেই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে।

উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ।  (Representative Image: AI)
উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ। (Representative Image: AI)
কলকাতা: উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ হলেও নতুন করে সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বহু পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়ে দ্বিতীয় সেমেস্টারে ফেল করা বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীরা নতুন বিষয় নিয়ে ফের পড়াশোনা শুরু করতে পারবেন।

‘ফ্রেশ স্ট্রিম’-এর সুবিধা: 

    advertisement
  • আগের বিভাগ (বিজ্ঞান, কলা বা বাণিজ্য) বিবেচ্য হবে না।
  • পড়ুয়ারা নিজের পছন্দমতো নতুন বিভাগ বা বিষয় বেছে নিতে পারবে।
  • advertisement

    কারা এই সুযোগ পাবেন:

    • দ্বিতীয় সেমেস্টারে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা
    • পুরোনো সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণি পাশ করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়া বা টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা
    • যারা একাদশ শ্রেণি পর্যন্ত পড়ে মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন
    • এই সমস্ত পড়ুয়ারা চাইলে নতুন সিলেবাস ও সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন এবং নতুন বিষয় নির্বাচন করতে পারবেন।
      advertisement

      আবেদন প্রক্রিয়া:

      • আবেদন গ্রহণের সময়সীমা: ২ জুন থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত
      • পদ্ধতি: অনলাইন আবেদন
      • পুরোনো সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা:

        • যাঁরা পুরোনো সিলেবাসে দু’টির বেশি বিষয়ে ফেল করেছেন, তাঁদের ‘কন্টিনিউয়িং ক্যান্ডিডেট’ (CC) হিসাবে গণ্য করা হবে
        • এক বা দু’টি বিষয়ে ফেল করলে, ‘স্পেশাল ক্যান্ডিডেট’ হিসেবে চিহ্নিত হবেন
        • advertisement
        • এঁরাও চাইলে মাইগ্রেশনের মাধ্যমে সেমেস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে পরীক্ষা দিতে পারবেন
        • উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ।
          উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ। (Representative Image: AI)
          advertisement
          এই ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ২৫ এপ্রিল থেকে ২৫ মে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। সেই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
          উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পথ আটকে না গিয়ে তা যেন নতুনভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যেই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে। এই সিদ্ধান্ত বহু পিছিয়ে পড়া পড়ুয়ার কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছে।
          view comments
          বাংলা খবর/ খবর/শিক্ষা/
          উচ্চ মাধ্যমিকে ফেল? কোনও সমস্যা নেই, এই পদ্ধতিতে পড়াশোনা চালু রাখতে পারবে পড়ুয়ারা! সংসদের নতুন এই নিয়ম জানুন!
          Next Article
          advertisement
          West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
          উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
          • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

          • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

          • রইল আবহাওয়ার আপডেট

          VIEW MORE
          advertisement
          advertisement