উচ্চ মাধ্যমিকে ফেল? কোনও সমস্যা নেই, এই পদ্ধতিতে পড়াশোনা চালু রাখতে পারবে পড়ুয়ারা! সংসদের নতুন এই নিয়ম জানুন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পথ আটকে না গিয়ে তা যেন নতুনভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যেই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে।
কলকাতা: উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ হলেও নতুন করে সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বহু পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়ে দ্বিতীয় সেমেস্টারে ফেল করা বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীরা নতুন বিষয় নিয়ে ফের পড়াশোনা শুরু করতে পারবেন।
‘ফ্রেশ স্ট্রিম’-এর সুবিধা:
advertisement
advertisement
কারা এই সুযোগ পাবেন:
এই সমস্ত পড়ুয়ারা চাইলে নতুন সিলেবাস ও সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন এবং নতুন বিষয় নির্বাচন করতে পারবেন।
advertisement
আবেদন প্রক্রিয়া:
পুরোনো সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা:
advertisement

উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ। (Representative Image: AI)
advertisement
এই ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ২৫ এপ্রিল থেকে ২৫ মে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। সেই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পথ আটকে না গিয়ে তা যেন নতুনভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যেই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে। এই সিদ্ধান্ত বহু পিছিয়ে পড়া পড়ুয়ার কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 8:35 PM IST