আসবে ‘মেগা সুনামি’! এক হাজার ফুট উঁচু ঢেউ উঠবে!... মাটির তলায় বসে যাবে আমেরিকার শহরগুলো?
- Published by:Tias Banerjee
Last Updated:
৮.০ মাত্রার ভূমিকম্পে এক হাজার ফুট উঁচু সুনামির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। উপকূলীয় শহরগুলি ক্ষতির মুখে পড়তে পারে!
advertisement
advertisement
advertisement
কি এই ‘মেগা সুনামি’? সাধারণ সুনামির তুলনায় মেগা সুনামি অনেক বেশি ভয়ঙ্কর। সাধারণ সুনামির ঢেউ কয়েক ফুট উঁচু হয়, কিন্তু মেগা সুনামির ঢেউ শত শত ফুট পর্যন্ত উঠতে পারে। বড় ধরনের সমুদ্রগত ঘটনা যেমন ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে এই ধরনের ঢেউ তৈরি হয়। কাসকাডিয়া সাবডাকশন জোন হল উত্তর আমেরিকার সবচেয়ে সক্রিয় ভূকম্পন ক্ষেত্র, যা ৭০০ মাইল জুড়ে বিস্তৃত—উত্তরের ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো পর্যন্ত। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
গত ১০,০০০ বছরে এই অঞ্চলে ৪৩টি বড় ভূমিকম্প হয়েছে। ১৭০০ সালের ২৬ জানুয়ারির ভূমিকম্পটির মাত্রা ছিল ৯.০, যার ফলে উপকূল ডুবে গিয়েছিল এবং ভয়ঙ্কর সুনামি হয়েছিল। গবেষণার প্রধান লেখিকা টিনা ডুরা জানিয়েছেন, ভূমিকম্পের পর উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস মারাত্মক আকার নেবে এবং পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগবে। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
ওরেগন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দফতর জানিয়েছে, আবার ৯.০ মাত্রার ভূমিকম্প ও ১০০ ফুট উঁচু সুনামি আঘাত হানতে পারে উপকূলে। ২০০৪ সালে ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুনামিতে ২ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহতার কথা মনে রেখেই সতর্কতা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। (Representative Image: AI Generated)
advertisement
এই গবেষণা গোটা বিশ্বের উপকূলবর্তী এলাকাগুলির জন্য এক বিশাল সতর্কবার্তা। দুষ্প্রাপ্য হলেও মেগা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে প্রযুক্তিগত ও সামাজিক স্তরে প্রস্তুতি অপরিহার্য। এখনই সময়, আগাম সতর্কতা, পরিকল্পনা ও সচেতনতাকে অগ্রাধিকার দেওয়ার। (Representative Image: AI Generated)