Heat Wave in West Bengal: প্রবল গরমে বদলে যাবে স্কুলের সময়? নির্দেশিকা জারি করল রাজ্য

Last Updated:

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সবথেকে খারাপ অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতির জেরে প্রয়োজনে সরকারি স্কুলের সময় বদলের পরামর্শ দিল স্কুল শিক্ষা দফতর৷ প্রাথমিক বিভাগ তো বটেই, প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে৷ এ দিনই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
প্রাথমিক স্কুলগুলির জেলা পরিদর্শকদের নির্দেশে বলা হয়েছে, যে এলাকাগুলিতে প্রয়োজন, সেখানে প্রাথমিক এবং এসএসকে স্কুলগুলির পঠনপাঠন সকাল থেকে শুরু হোক৷ যদি সময় পরিবর্তন সম্ভব না হয়, সেক্ষেত্রে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
গরমে পড়ুয়াদের শারীরিক কোনও সমস্যা হলে যাতে সামাল দেওয়া যায় এবং তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পরামর্শ নিতেও বলা হয়েছে নির্দেশিকায়৷
একই ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জেলা পরিদর্শকদেরও একই পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েেছ৷ তবে পঠনপাঠনের সঙ্গে কোনও আপোস না করেই যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের তরফে তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য যে পরামর্শগুলি জারি করা হয়েছে, সেগুলিও মেনে চলতে বলা হয়েছে স্কুলগুলিকে৷
advertisement
প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সবথেকে খারাপ অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷ আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দফতর থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Heat Wave in West Bengal: প্রবল গরমে বদলে যাবে স্কুলের সময়? নির্দেশিকা জারি করল রাজ্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement