Heat Wave in West Bengal: প্রবল গরমে বদলে যাবে স্কুলের সময়? নির্দেশিকা জারি করল রাজ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সবথেকে খারাপ অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷
#কলকাতা: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতির জেরে প্রয়োজনে সরকারি স্কুলের সময় বদলের পরামর্শ দিল স্কুল শিক্ষা দফতর৷ প্রাথমিক বিভাগ তো বটেই, প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে৷ এ দিনই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
প্রাথমিক স্কুলগুলির জেলা পরিদর্শকদের নির্দেশে বলা হয়েছে, যে এলাকাগুলিতে প্রয়োজন, সেখানে প্রাথমিক এবং এসএসকে স্কুলগুলির পঠনপাঠন সকাল থেকে শুরু হোক৷ যদি সময় পরিবর্তন সম্ভব না হয়, সেক্ষেত্রে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
গরমে পড়ুয়াদের শারীরিক কোনও সমস্যা হলে যাতে সামাল দেওয়া যায় এবং তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পরামর্শ নিতেও বলা হয়েছে নির্দেশিকায়৷
একই ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জেলা পরিদর্শকদেরও একই পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েেছ৷ তবে পঠনপাঠনের সঙ্গে কোনও আপোস না করেই যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের তরফে তাপপ্রবাহের পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য যে পরামর্শগুলি জারি করা হয়েছে, সেগুলিও মেনে চলতে বলা হয়েছে স্কুলগুলিকে৷
advertisement
প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সবথেকে খারাপ অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷ আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দফতর থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে৷
view commentsLocation :
First Published :
April 25, 2022 9:57 PM IST