হোম /খবর /চাকরি ও শিক্ষা /
Job Vacancy: আপনি দশম শ্রেণী পাস, তাহলেই ভারতীয় নৌসেনায় কাজের সুযোগ!

Job Vacancy: আপনি দশম শ্রেণী পাস, তাহলেই Indian Navy-তে কাজের সুযোগ!

Job Vacancy: indian navy sailor mr recruitment, qualification class 10 pass -Photo- File

Job Vacancy: indian navy sailor mr recruitment, qualification class 10 pass -Photo- File

Job Vacancy: Indian Navy Sailor (MR) Recruitment 2021: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।

আরও পড়ুন...
  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান নেভি-র (Indian Navy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সেইলার (sailors) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান নেভি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

Indian Navy Sailor (MR) Recruitment 2021: আবেদনের তারিখ--

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি-র অফিসিয়াল ওয়েবসাইটেই www.joinindiannavy.gov.in আবেদনপত্র পাওয়া যাবে।

Indian Navy Sailor (MR) Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ--

প্রতিষ্ঠানের তরফে মোট ৩০০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা ভাবে শূন্য পদের তালিকা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের এপ্রিল, ২০২২ বর্ষের সেইলার পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন - IPL New Teams Auction: সকলকে টেক্কা দিয়ে আইপিএল নতুন দল কিনল সঞ্জীব গোয়েঙ্কার RPSG Group, অন্য দলটির মালিক সিঙ্গাপুরের CVC Capitals

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--

সংস্থা: ইন্ডিয়ান নেভি (Indian Navy)

পদের নাম: সেইলার

শূন্য পদের সংখ্যা: ৩০০

কাজের স্থান: ভারত

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা

আবেদন প্রক্রিয়া শুরু: ২৯.১০.২০২১

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০২.১১.২০২১

Indian Navy Sailor (MR) Recruitment 2021: নির্বাচন পদ্ধতি--

৩০০টি আসনের জন্য মোট ১৫০০ প্রার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল ফিটনেস পর্যবেক্ষণ করে দেখা হবে। তবে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত পরীক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য থাকতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই করে ফিজিক্যাল ফিটনেসের জন্য ডাকা হবে।

আরও পড়ুন - Aliporeduar News: PUBG ও Free Fire গেমের জন্য নেটকার্ড ভরাতে পারেনি মা, তাই ১৫ বছরের কিশোর যা করল...

Indian Navy Sailor (MR) Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা--

সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি অথবা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণরা এই পদে আবেদনের করতে পারবেন।

Indian Navy Sailor (MR) Recruitment 2021: বয়সসীমা--

১ এপ্রিল, ২০০২ থেকে ৩১ মার্চ, ২০০৫ সালের মধ্যে যে সকল প্রার্থীরা জন্মেছেন, তাঁরাই বয়সসীমার ভিত্তিতে আবেদনের যোগ্য।

Published by:Debalina Datta
First published:

Tags: Job, Vacancy