#আলিপুরদুয়ার: মোবাইলে গেমের বলি এক কিশোর। ফ্রি ফায়ার ও পাবজি (PUBG) গেমে আসক্ত ১৫ বছরের এক কিশোরের মোবাইলে নেট শেষ হয়ে যায়। আলিপুরদুয়ারের (Aliporeduar) বাসিন্দা সে৷ নেট কার্ড ভরে দেওয়ার জন্য চাপ। মা পরিচারিকার কাজ করেন। টাকা দিতে না পারায় ঘরে থাকা রেশনের গম আটা কম মূল্যে বিক্রি কিশোরের।
মা কাকলি রায় বকাবকি করলে অভিমানে ফাসি দিয়ে আত্মহত্যা (Suicide) কিশোরের।
আরও পড়ুন -IPL 2022 team auction: ১০ জন জমা দিয়েছে নতুন দল কেনার জন্য কাগজ, কারা এগিয়ে
আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ঘাগরা সোনালিপাট এলাকার ঘটনা। ঘটনায় এলাকায় কান্নার রোল। মোবাইল গেম নিষিদ্ধ করার দাবি স্থানীয়দের। মৃত কিশোরের নাম সাগর রায়। ঘাগড়া হাইস্কুলে নবম শ্রেনিতে পড়ত সে। লক ডাউনে স্কুল বন্ধ থাকায় মোবাইল গেমে আসক্তি হয় কিশোরের। মাঝে মধ্যেই গেম নিয়ে বাড়িতে ঝগড়া হত।
একমাত্র ছেলে সাগরের মৃত্যুতে মা বার বার মুর্ছা যাচ্ছেন। তিন সন্তানের একমাত্র পুত্র সন্তান ছিল সাগর। বড় দুই দিদি রয়েছে সাগরের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aliporeduar, Crime, Suicide