#কলকাতা: সোমবার দুবাইতে মহাগুরুত্বপূর্ণ আইপিএলের- Indian Premier League (IPL) নয়া দুই ফ্রাঞ্চাইজি খোঁজার বিডিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল৷ শুরু করল বিসিসিআই (BCCI)৷ আইপিএলে নতুন দল কিনতে দশটি পার্টি নিজেদের আগ্রহ প্রকাশ করে বিড (IPL Team Auction 2022) জমা দিল৷ ৬ টি শহরভিত্তিক দলের জন্য আহমেদবাদ, লখনউ, কটক , ধরমশালা, গুয়াহাটি, ইন্দোরের জন্য৷
আইপিএল (IPL) হাই প্রোফাইল বিডাররা (IPL Team Auction 2022) নিজেদের ভাগ্যপরীক্ষার জন্য বিডিং জমা দিয়েছেন৷ এই তালিকায় রয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আদানি গ্রুপ৷ টোরেন্ট ফার্মাসিউটিক্যালস, হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চুরস প্রাইভেট লিমিটেড, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, কাপরি গ্লোবাল এবং সিঙ্গাপুর ভিত্তিক ইরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড৷ একসময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুক্ত রিতি স্পোর্টসও দুটি নতুন আইপিএল দলের জন্য বিড করেছে৷
আরও পড়ুন - Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ
রিপোর্ট অনুসারে বিসিসিআই (BCCI) আশা করছে দুটি নতুন আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে ৭ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করে৷ ২২ টি কোম্পানি ১০ লক্ষ টাকা দিয়ে টেন্ডার পেপার তুললেও মাত্র ১০ টি পার্টি বিড জমা দিয়েছে৷
নতুন দলগুলির জন্য মিনিমাম ২০০০ কোটি টাকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।