ICC T20 World Cup: Ind vs Pak ম্যাচে গ্যালারিতে চাঁদের হাট, নেটিজেনরা কিন্তু অন্য কথা বলল, জানেন কি!
- Published by:Debalina Datta
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে তারকাদের মধ্যে কার কপালে কি শিরোনাম জুটল, কাকে বলা হল পনৌতি (Panauti )৷
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছে৷ এই প্রথম বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হল ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে গ্যালারিতে ছিল চাঁদের হাট৷ বলিউড তারকা অক্ষয় কুমার থেকে , বলিউড সেনসেশন উর্বশী রাউতেলা, মৌনি রায়, অঙ্কিতা লোখন্ডে, প্রীতি জিন্টা, বিবেক ওবেরয়৷ (Photo Courtesy-Instagram @urvashirautela/imouniroy/lokhandeankita)
advertisement
এদিন মাঠে বিসিসিআই সচিব জয় শাহের পাশেই বসেছিলেন অক্ষয় কুমার ৷ ভারত পাকিস্তানের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরে যাওয়ার পর ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে যায় পনৌতি৷ বাংলায় যার অর্থ কুরুং- খেলার দুনিয়ার সঙ্গে যাঁদের সম্পর্ক তাঁরা সকলেই জানেন কুরুং অর্থ যাঁদের উপস্থিতিতে খারাপ কিছু হয়৷ Phooto Courtesy- Twitter
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement