Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ
- Published by:Debalina Datta
Last Updated:
APPSC Recruitment 2021: প্রার্থীদের আগামী ১১ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি অন্ধ্র প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (Andhra Pradesh Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে psc.ap.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
APPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
APPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে মোট ১৯০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সম্প্রতি অন্ধ্র প্রদেশ পাবলিক আর্ভিস কমিশন (APPSC)
advertisement
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১৯০
কাজের স্থান: অন্ধ্র প্রদেশ
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১১.১১.২০২১
APPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটিতে https://psc.ap.gov.in/Documents/NotificationDocuments/11_2021.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।
advertisement
APPSC Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।
APPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা (কম্পিউটার ভিত্তিক) নেওয়া হবে। পরীক্ষা তারিখ ও স্থান কমিশন নোটিশের মারফত জানিয়ে দেবে।
APPSC Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি ও পরীক্ষার ফি বাবদ যথাক্রমে ২৫০ টাকা ও ৮০ টাকা দিতে হবে। যদিও রিজার্ভেশন অনুযায়ী প্রার্থীদের আবেদন ফি-র ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে আবেদনপত্রে পরিবর্তনের সুযোগ থাকলেও নাম, ফি এবং বয়সসীমায় কোনও পরিবর্তন করা সম্ভব নয়।
advertisement
APPSC Recruitment 2021: বিশেষ ঘোষণা
view commentsযাঁরা প্রথম বার আবেদন করবেন তাঁদের প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রার করাতে হবে। সে ক্ষেত্রে কমিশন মারফত প্রার্থীদের একটি ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন (OTPR) দেওয়া হবে।
Location :
First Published :
October 24, 2021 10:56 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ