Vegetable Price Hike: বাজার করতে গিয়ে পকেট খালি মধ্যবিত্তের, সবজির দামে আগুন

Last Updated:

সবজির দাম (Vegetable Price Hike) ক্রেতাদের নাগালের বাইরে,তাই ঝাড়গ্রাম (Jhargram) সবজি বাজারে গিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।

রাজ্যের বেশিরভাগ বাজারেই এক ছবি। ক্রেতাদের কথায় বাজারে সব জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে (Bhaiphota Vegetable Prices) সমস্যায় পড়েছেন তাঁরা। কেউ কেউ জানান, বাজারে এসে খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা। জিনিসপত্রের যা দাম তাতে কতটা গুছিয়ে ভাইদের পছন্দ মতো পদ পাতে তুলে দিতে পারবেন তাই নিয়ে চিন্তার ভাঁজ বোনেদের কপালে।
রাজ্যের বেশিরভাগ বাজারেই এক ছবি। ক্রেতাদের কথায় বাজারে সব জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে (Bhaiphota Vegetable Prices) সমস্যায় পড়েছেন তাঁরা। কেউ কেউ জানান, বাজারে এসে খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা। জিনিসপত্রের যা দাম তাতে কতটা গুছিয়ে ভাইদের পছন্দ মতো পদ পাতে তুলে দিতে পারবেন তাই নিয়ে চিন্তার ভাঁজ বোনেদের কপালে।
#ঝাড়গ্রাম:  সবজির দাম (Vegetable Price Hike) ক্রেতাদের নাগালের বাইরে,তাই ঝাড়গ্রাম (Jhargram) সবজি বাজারে গিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। একটানা বৃষ্টির ফলে মাঠেই সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে চাহিদার তুলনায় বাজারে সবজির আমদানি অনেক কম।সেই সঙ্গে পেট্রোল ও ডিজেল এর দাম প্রতিদিন বাড়ছে।তাই বাজারে সবজি আনতে গাড়ি ভাড়া আগের তুলনায় বেশি দিতে হচ্ছে।যার ফলে বাজারে সবজির দাম বাড়ছে (Vegetable Price Hike)।
রবিবার ঝাড়গ্রাম (Jhargram) সবজি বাজারে গিয়ে দেখা গেল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০। টাকা দরে।পিয়াঁজ এর দাম প্রতি কেজি ৫০টাকা,ক্যাপসিকাম ২০০ টাকা,ধনেপাতা ৪০০ টাকা, টমেটো ১০০ টাকা,ঝিঙে ৭০টাকা,লাউ ৪০টাকা,উচ্ছে ৫০টাকা।এভাবেই প্রতিটি সবজির দাম বেড়েই চলছে।যার ফলে বাজারে গিয়ে বাজার না করেই অনেকেই খালি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।বাজারে গিয়ে সবজি কেনার সাধ থাকলে ও সবজির দাম বেশি (Vegetable Price Hike) হওয়ায় অনেকেই সবজি না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন।সবজির দাম বেশি হওয়ায় তাই সমস্যায় পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের।
advertisement
advertisement
আলু - ২০ টাকা কেজি।
পেয়াজ -৫০ টাকা কেজি।
লাউ - ৪০ টাকা কেজি।
গাজর- ৬০ টাকা কেজি।
কুমড়ো - ২০ টাকা কেজি।
কুন্দরী - ৪০ টাকা কেজি।
advertisement
ঝিঙা -৭০ টাকা কেজি।
কেপসিক্যাম -২০০ টাকা কেজি।
ধনেপাতা - ৪০০ টাকা কেজি।
লঙ্কা - ৮০ টাকা কেজি।
ওল- ৩০ টাকা কেজি।
ফুলকপি -৩০ টাকা কেজি।
মুরগি মাংস ২০০ টাকা কেজি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price Hike: বাজার করতে গিয়ে পকেট খালি মধ্যবিত্তের, সবজির দামে আগুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement