Internet Suspension at Assam: জমি বিরোধ ঘিরে অসমের কার্বি আংলং-এ ফের হিংসা! পুলিশের উপর হামলা, বন্ধ ইন্টারনেট

Last Updated:

Internet Suspension at Assam: অসমের কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় টানা দ্বিতীয় দিনের মতো হিংসাত্মক সংঘর্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার খেরোনি এলাকায় দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

News18
News18
অসমঃ অসমের কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় টানা দ্বিতীয় দিনের মতো হিংসাত্মক সংঘর্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার খেরোনি এলাকায় দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে সিনিয়র আধিকারিকরাও রয়েছেন। দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
প্রশাসন সূত্রে খবর, সোমবার সংঘর্ষে তিনজন সাধারণ নাগরিক ও এক আধাসেনা জওয়ান আহত হওয়ার পরেই এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে গোল্ডম্যান শ্যাক্সের নতুন প্রতিবেদন, জেনে রাখুন ২০২৬ সালে ১০ গ্রাম সোনার দাম কত হবে
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে অসম পুলিশের ৮ কোম্পানির একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ পাঠানো হয়েছে। দীফু শহর-সহ গোটা জেলায় পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
advertisement
advertisement
এদিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) হারমিত সিং নিজেও হামলার শিকার হন। তিনি বলেন, “আমার উপর ধনুক-বাণ ও পাথর ছোড়া হয়েছে। আমাকে ঢাল দিয়ে রক্ষা করতে হয়েছে। কাঁচা বোমা ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা।”
পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা একে অপরের দিকে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তবে, পরিস্থিতি আরও খারাপ হওয়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শতাধিক পুলিশকর্মী মোতায়েন করা হয় যাতে হিংসা আর না ছড়ায়। এর আগে খেরোনি এলাকায় বিক্ষোভকারীরা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলেও অভিযোগ ওঠে।
advertisement
এই সংঘর্ষের মূল কারণ হিসেবে উঠে এসেছে জমি সংক্রান্ত বিরোধ। কার্বি সম্প্রদায়ের একাংশের দাবি, তাদের পৈতৃক ও সংরক্ষিত আদিবাসী জমি অন্য অ-আদিবাসী সম্প্রদায়ের দখলে চলে যাচ্ছে। বিক্ষোভকারীরা পেশাদার চারণভূমি সংরক্ষণ এলাকা (Professional Grazing Reserve – PGR) এবং গ্রাম চারণভূমি সংরক্ষণ এলাকা (Village Grazing Reserve – VGR) থেকে তথাকথিত অনুপ্রবেশকারীদের উচ্ছেদের দাবি জানাচ্ছেন। অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের অধিকাংশই বিহার থেকে এসেছেন।
advertisement
পরিস্থিতির অবনতি ঠেকাতে অসম সরকার কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি এখনও সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Internet Suspension at Assam: জমি বিরোধ ঘিরে অসমের কার্বি আংলং-এ ফের হিংসা! পুলিশের উপর হামলা, বন্ধ ইন্টারনেট
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement