#কলকাতা: বহু প্রতীক্ষার অবসান৷ দুবাইতে রুদ্ধশ্বাস প্রতীক্ষা. টানটান উত্তেজনার পর আদানি, ম্যানচেস্টার সকলকে পিছনে ফেলে আইপিএলে নতুন দুই ফ্রাঞ্চাইজির (IPL New Teams Auction) মালিক হল সঞ্জীব গোয়েঙ্কার RPSG Group এবং সিঙ্গাপুরের সিভিসি ক্যাপিটাল্সে (CVC Capitals) বা ইরেলিয়া (Irelia)৷ সঞ্জীব গোয়েঙ্কা পেলেন লখনউয়ের মালিকানা৷ তিনি প্রায় ৭০০০ কোটি টাকার দর হেঁকেছেন৷ আর সিভিসি ক্যাপিটাল্স দর হেঁকেছে প্রায় ৫২০০ কোটি টাকার, তারা কিনে নিল আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি৷
এদিকে এদিন সোমবার দুবাইতে মহাগুরুত্বপূর্ণ আইপিএলের- Indian Premier League (IPL) নয়া দুই ফ্রাঞ্চাইজি খোঁজার বিডিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল৷ শুরু করল বিসিসিআই (BCCI)৷ আইপিএলে নতুন দল কিনতে দশটি পার্টি নিজেদের আগ্রহ প্রকাশ করে বিড (IPL Team Auction 2022) জমা দিল৷ ৬ টি শহরভিত্তিক দলের জন্য আহমেদবাদ, লখনউ, কটক , ধরমশালা, গুয়াহাটি, ইন্দোরের জন্য৷
We're extremely happy that Indian cricket is growing forward. That is what is important for us. We look at Indian cricket and that's what our job is. The more Indian cricket prosperous, the better it is: BCCI President Sourav Ganguly on the addition of two new IPL teams pic.twitter.com/paRpwaQi7y
— ANI (@ANI) October 25, 2021
আইপিএল (IPL) হাই প্রোফাইল বিডাররা (IPL Team Auction 2022) নিজেদের ভাগ্যপরীক্ষার জন্য বিডিং জমা দিয়েছেন৷ এই তালিকায় রয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আদানি গ্রুপ৷ টোরেন্ট ফার্মাসিউটিক্যালস, হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চুরস প্রাইভেট লিমিটেড, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, কাপরি গ্লোবাল এবং সিঙ্গাপুর ভিত্তিক ইরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড৷ একসময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুক্ত রিতি স্পোর্টসও দুটি নতুন আইপিএল দলের জন্য বিড করেছে৷
ক্রিকবাজের সূত্র অনুসারে প্রতিটা বিডার দুটি করে খাম জমা দিয়েছেন৷ একটিতে নিজেদের ব্যক্তিগত ও আর্থনৈতিক তথ্য সবকিছু জমা দিতে হয়েছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বলেছে আইনি ও অডিট সংক্রান্ত বিষয়গুলি নজরে রেখেই এগোচ্ছে৷ দ্বিতীয় খামে বিডের বিষয়টি রয়েছে৷ পরে সেটি খুলে দেখা হচ্ছে৷
আরও পড়ুন - ICC T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে হেরে প্যাঁচে পড়েছে ! সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে কোন অঙ্কে
বিসিসিআই (BCCI) টেন্ডার ডাকা -র টাইমলাইন দুবার ধরে সময় বাড়িয়েছে৷ ২০ অক্টোবর অবধি শেষবার ডেডলাইন বাড়ানো হয়েছে৷ এটা করা হয়েছে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড যাতে বিড জমা দিতে পারে৷রিপোর্ট অনুসারে বিসিসিআই (BCCI) আশা করছে দুটি নতুন আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে ৭ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করে৷ ২২ টি কোম্পানি ১০ লক্ষ টাকা দিয়ে টেন্ডার পেপার তুললেও মাত্র ১০ টি পার্টি বিড জমা দিয়েছে৷নতুন দলগুলির জন্য মিনিমাম ২০০০ কোটি টাকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।