ICC T20 World Cup 2021: পাকিস্তান ভারতকে হারানোর পরের দিন, স্বামী Shoiab Malik-কে নিয়ে ভিডিও পোস্ট Sania-র, Viral Video

Last Updated:

বিশ্বকাপ শুরুর একটু আগেই স্বামী শোয়েব মালিকের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানের বায়োবাবলে প্রবেশ করেন সানিয়া মির্জা (Sania Mirza)৷

 Sania Mirza reacts to cricket fan's calling Shoaib Malik jijaji during india vs pakistan match
Sania Mirza reacts to cricket fan's calling Shoaib Malik jijaji during india vs pakistan match
#কলকাতা: ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak)  দ্বৈরথে ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে৷ ২৮ মাস পরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হল টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)৷ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জেরে এখন শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপেই এই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই হয়৷ বিশ্বকাপ শুরুর একটু আগেই স্বামী শোয়েব মালিকের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানের বায়োবাবলে প্রবেশ করেন সানিয়া মির্জা  (Sania Mirza)৷ পাকিস্তান ভারত ম্যাচ চলাকালীন শোয়েব মালিককে নিয়ে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেন৷ সেই ভিডিও দেখে গদগদ সানিয়া মির্জা সেখানে নিজের রিঅ্যাকশন দেন৷ এখন সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল ভিডিও (Viral Video)৷
হাই ভোল্টেজ এই ম্যাচ একেবারে ঠাসাঠাসি দর্শকে ভরা গ্যালারিতে হয়৷ এই সময় যখন শোয়েব মালিক বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন তখন তাঁর ভিডিও তুলে এক নেটিজেন ভালোবাসার চিহ্ন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ শোয়েব মালিককে উদ্দেশ্য করে ক্রিকেটফ্যানরা জিজাজি বলে ডাকছিলেন৷ অর্থাৎ জামাইবাবু, শোয়েব এক ঝলক ফিরেও তাকান৷
advertisement
advertisement
সানিয়া (Sania Mirza) এই ভাইরাল ভিডিওটি (Viral Video) ইমোজি দিয়ে নিজের টাইমলাইনে পোস্ট করেছেন৷ দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ চলাকালীন হওয়া ভাইরাল ভিডিও (Viral Video) ৷
advertisement
সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিক বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৮ সালের এপ্রিল মাসে৷ তাই শোয়েব ভারতের জামাই, তাই তাঁকে জিজাজি নামে ডাকা হচ্ছিল৷ সানিয়া এই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে হাসি-কান্না মেশানো ইমোজি এবং ভালোবাসার ইমোজি শেয়ার করেন৷
advertisement
ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১৫১ রান করে , পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান যথাক্রমে ৬৮* এবং ৭৯* রান করেন৷ এর আগে ভারতের ইনিংসের সময় পাকিস্তানের শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ে লন্ডভন্ড হয়ে যায় টিম ইন্ডিয়ার টপ অর্ডার৷ রোহিত শর্মা ০ ও কেএল রাহুল মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তিনিই ৫৭ রানে বিরাট কোহলিকেও আউট করেছিলেন৷
advertisement
সানিয়া মির্জার (Sania Mirza) বর শোয়েব মালিক এদিন অবশ্য বিশেষ কিছুই করেননি৷ কারণ তাঁকে বল করতে দেওয়া হয়নি আর তাঁর ব্যাট করার সুযোগ আসেনি৷ পাকিস্তান মঙ্গলবার খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: পাকিস্তান ভারতকে হারানোর পরের দিন, স্বামী Shoiab Malik-কে নিয়ে ভিডিও পোস্ট Sania-র, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement