ICC T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে হেরে প্যাঁচে পড়েছে ! সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে কোন অঙ্কে

Last Updated:

ICC T20 World Cup: সেমিফাইনালের যোগ্যতা অর্জন (Road To Semifinal) করতে হলে ভারতকে কি কি করতে হবে৷

After loosing to Pakistan Know India's equation for semifinal berth- Photo Courtesy- BCCI/Twitter
After loosing to Pakistan Know India's equation for semifinal berth- Photo Courtesy- BCCI/Twitter
#কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup)  ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাাচে ভারতের হারের পর মুখ শুকনো ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের৷ এখন তাঁরা হিসেবনিকেশ করতে শুরু করেছেন সেমিফাইনালে  পৌঁছতে ভারতের কি করতে হবে (India's chance to be in Semifinal)৷ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দশ উইকেটে হারের পর হিসেব বিগড়ে গেছে সব৷ এই হারের ধাক্কায় মনোবল ভাঙার পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনো পর্যন্ত এখন মনে হচ্ছে কঠিন পথ৷ ভারতের সেমিফাইনালে পৌঁছনোর জন্য (India's chance to be in Semifinal) প্রচুর পরিশ্রম করতে হবে৷ বড় দলগুলিকে অনেক সময়েই ছোট দলআপসেট করে বিপদে ফেলে দেয়৷ ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা৷ এখানে যখন খুশি যা খুশি হতে পারে নাহলে ২৯ বছর বিশ্বকাপের মঞ্চে যা কখনও হয়নি তা কী করে রবিবার হয়ে গেল৷ প্রথমবার যেকোনও ফর্ম্যাটের বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হারল ভারত, তাও আবার ১০ উইকেটে পর্যদুস্ত হয়ে৷ দেখে নেওয়া যাওয়া সেমিফাইনালের যোগ্যতা অর্জন (Road To Semifinal) করতে হলে ভারতকে কি কি করতে হবে৷
টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ২ নম্বর গ্রুপে রয়েছেন৷ এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া রয়েছে৷ এই ৬ দলের মধ্যে শুধু প্রথম দুটি দলই সেমিফাইনালের টিকিট (India's chance to be in Semifinal) পাবে৷ অর্থাৎ সেমিফাইনালে পৌঁছতে হলে কোনও দলকে সর্বাধিক পাঁচটি এবং কমপক্ষে চারটি ম্যাচ জিততে হবে৷ এছাড়া পরিস্থিতি জটিল হলে আসরে নেট রানরেটের বিষয়টিও সামনে আসতে পারে৷
advertisement
advertisement
ভারত এরপর নিজের পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে , আগামী রবিবার সেই ম্যাচ৷ এরপর তারা খেলবে ৩ নভেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এরপর প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা দুটি দল স্কটল্যান্ড ও নামিবিয়া৷ আশা করা যাচ্ছে এই দুটি দলের বিরুদ্ধে ভারত সহজ জয় পাবে৷ কিন্তু বাকি দলের বিরুদ্ধে ভারতের জয়ের কোনও গ্যারান্টি নেই৷
advertisement
রাস্তা সোজা কথায় মোটেই সহজ নয়৷ মনে রাখতে হবে মাত্র দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে৷ ভারত যদি নিশ্চিতভাবেই সেমিফাইনালে যেতে (India's chance to be in Semifinal) চায় সেক্ষেত্রে তাদের বাকি সবকটি ম্যাচই জিততে হবে৷ পাশাপাশি জয়ের ব্যবধানও বড় রাখতে হবেষ এই গ্রুপে আফগানিস্তানকে নিয়ে মোট চারটি শক্তিশালী দল রয়েছে৷ ফলে কোনও হেভিওয়েট দলকেই নিজেদের রাস্তা দেখতে হবে৷
advertisement
গ্রুপ ২ -র বর্তমান  পরিস্থিতিতে দেখা যাচ্ছে পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে৷ ১০ উইকেটে হারের ফলে ভারতের জন্য পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে৷ ভারতের রানরেট এখন -০.৯৭৩ হয়ে গেছে৷ ২০১৬ সালেও ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ হার দিয়ে শুরু করতে হয়েছিল কিন্তু তাও তারা সেমিফাইনালের টিকিট পেয়েছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে হেরে প্যাঁচে পড়েছে ! সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে কোন অঙ্কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement