হোম /খবর /খেলা /
পাকিস্তানের কাছে হেরে প্যাঁচে পড়েছে ! সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে কোন অঙ্কে!

ICC T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে হেরে প্যাঁচে পড়েছে ! সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে কোন অঙ্কে

After loosing to Pakistan Know India's equation for semifinal berth- Photo Courtesy- BCCI/Twitter

After loosing to Pakistan Know India's equation for semifinal berth- Photo Courtesy- BCCI/Twitter

ICC T20 World Cup: সেমিফাইনালের যোগ্যতা অর্জন (Road To Semifinal) করতে হলে ভারতকে কি কি করতে হবে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup)  ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাাচে ভারতের হারের পর মুখ শুকনো ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের৷ এখন তাঁরা হিসেবনিকেশ করতে শুরু করেছেন সেমিফাইনালে  পৌঁছতে ভারতের কি করতে হবে (India's chance to be in Semifinal)৷ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দশ উইকেটে হারের পর হিসেব বিগড়ে গেছে সব৷ এই হারের ধাক্কায় মনোবল ভাঙার পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনো পর্যন্ত এখন মনে হচ্ছে কঠিন পথ৷ ভারতের সেমিফাইনালে পৌঁছনোর জন্য (India's chance to be in Semifinal) প্রচুর পরিশ্রম করতে হবে৷ বড় দলগুলিকে অনেক সময়েই ছোট দলআপসেট করে বিপদে ফেলে দেয়৷ ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা৷ এখানে যখন খুশি যা খুশি হতে পারে নাহলে ২৯ বছর বিশ্বকাপের মঞ্চে যা কখনও হয়নি তা কী করে রবিবার হয়ে গেল৷ প্রথমবার যেকোনও ফর্ম্যাটের বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হারল ভারত, তাও আবার ১০ উইকেটে পর্যদুস্ত হয়ে৷ দেখে নেওয়া যাওয়া সেমিফাইনালের যোগ্যতা অর্জন (Road To Semifinal) করতে হলে ভারতকে কি কি করতে হবে৷

টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ২ নম্বর গ্রুপে রয়েছেন৷ এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া রয়েছে৷ এই ৬ দলের মধ্যে শুধু প্রথম দুটি দলই সেমিফাইনালের টিকিট (India's chance to be in Semifinal) পাবে৷ অর্থাৎ সেমিফাইনালে পৌঁছতে হলে কোনও দলকে সর্বাধিক পাঁচটি এবং কমপক্ষে চারটি ম্যাচ জিততে হবে৷ এছাড়া পরিস্থিতি জটিল হলে আসরে নেট রানরেটের বিষয়টিও সামনে আসতে পারে৷

আরও পড়ুন - ICC T20 World Cup: Ind vs Pak ম্যাচে গ্যালারিতে চাঁদের হাট, নেটিজেনরা কিন্তু অন্য কথা বলল, জানেন কি!

ভারত এরপর নিজের পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে , আগামী রবিবার সেই ম্যাচ৷ এরপর তারা খেলবে ৩ নভেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এরপর প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা দুটি দল স্কটল্যান্ড ও নামিবিয়া৷ আশা করা যাচ্ছে এই দুটি দলের বিরুদ্ধে ভারত সহজ জয় পাবে৷ কিন্তু বাকি দলের বিরুদ্ধে ভারতের জয়ের কোনও গ্যারান্টি নেই৷

আরও পড়ুন -Panchang Today: পঞ্জিকা ২৫ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

রাস্তা সোজা কথায় মোটেই সহজ নয়৷ মনে রাখতে হবে মাত্র দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে৷ ভারত যদি নিশ্চিতভাবেই সেমিফাইনালে যেতে (India's chance to be in Semifinal) চায় সেক্ষেত্রে তাদের বাকি সবকটি ম্যাচই জিততে হবে৷ পাশাপাশি জয়ের ব্যবধানও বড় রাখতে হবেষ এই গ্রুপে আফগানিস্তানকে নিয়ে মোট চারটি শক্তিশালী দল রয়েছে৷ ফলে কোনও হেভিওয়েট দলকেই নিজেদের রাস্তা দেখতে হবে৷

গ্রুপ ২ -র বর্তমান  পরিস্থিতিতে দেখা যাচ্ছে পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে৷ ১০ উইকেটে হারের ফলে ভারতের জন্য পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে৷ ভারতের রানরেট এখন -০.৯৭৩ হয়ে গেছে৷ ২০১৬ সালেও ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ হার দিয়ে শুরু করতে হয়েছিল কিন্তু তাও তারা সেমিফাইনালের টিকিট পেয়েছিল৷

Published by:Debalina Datta
First published:

Tags: ICC T20 World Cup, IND vs PAK, T20 World Cup